SSC’s Tainted Candidate List: নির্মল ঘোষের ছেলের বৌ-এর নামও জ্বলজ্বল করছে অযোগ্যদের তালিকায়
SSC Scam: প্রকাশ্যে আসছে একের পর এক শাসকদলের নেতা ঘনিষ্ঠদের তালিকা। এবার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠের নামও তালিকায় রয়েছে দেখা গেল।

কলকাতা: সুপ্রিম কোর্ট জানতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। কোর্টে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শনিবার (৩০ অগস্ট) এর মধ্যেই অযোগ্যদের তালিকা দিয়ে দেবে কমিশন। আর সেই মতো এসএসসি তালিকা প্রকাশ করে। তারপর থেকেই প্রকাশ্যে আসছে একের পর এক শাসকদলের নেতা ঘনিষ্ঠদের তালিকা। এবার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠের নামও তালিকায় রয়েছে দেখা গেল।
এসএসসি-র প্রকাশিত অযোগ্যদের তালিকা থেকে দেখা যাচ্ছে, নির্মলের পুত্রবধূ শম্পা ঘোষের নাম রয়েছে। সংশ্লিষ্ট তালিকার ১২৬৯ নম্বরে নাম রয়েছে তাঁর। জানা যাচ্ছে, বিধায়কের পুত্রবধূ নৈহাটির একটি স্কুলে চাকরি করেন। টিভি ৯ বাংলা ইতিমধ্যেই প্রতিক্রিয়ার জন্য শম্পা এবং নির্মল ঘোষের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তবে তাঁরা এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। এছাড়া রয়েছে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ সামসুদ্দিন আহমেদের নাম। এই সামসুদ্দিনের স্ত্রী আবার জেলা পরিষদেরেও সদস্য।
উল্লেখ্য, শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ পাওয়ার পরই চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলছিলেন, এই নামগুলি তাঁরা আগেও জানতেন। তাঁরা বারবার চেয়েছিলেন লিস্ট যেন এসএসসি-র ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাঁরা বারবার বলতে গিয়েছিলেন বিকাশ ভবনে। তাঁরা এও বলেছিলেন যে কারা দাগি সেটা তাঁরা জানেন। সেই লিস্টটা দিয়ে দিক কমিশন। এখন যখন পরীক্ষা দেওয়ার প্রক্রিয়া চলছে তখন আর উপায় না পেয়ে ওরা লিস্ট প্রকাশ করল। লিস্ট তো বেরল, এরা পরীক্ষায় বসতে পারবে না তাঁরা জানতে পারলাম। কিন্তু বাকিদের চাকরি ফেরত আসবে তো?
