সন্দেশখালি: তিনি সন্দেশখালি আন্দোলনের মুখ ছিলেন। এক সময় শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দারদের বিরুদ্ধে এক জোট করেছিলেন মহিলাদের। দলে থেকেও বিক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। সেই সুজয় মাস্টারকে এবার ধরানো হল তৃণমূলের পতাকা। মুখ্যমন্ত্রী সন্দেশখালি পৌঁছনোর আগেই তৃণমূল কর্মী সুজয়কে তৃণমূলেই যোগদান করানো হল। তবে কি যে কোনও মর্মে গলার কাঁটাকে গিলে ফেলতে চাইছে শাসকদল?
বস্তুত, সন্দেশখালি আন্দোলনে মহিলাদের প্রথম থেকে অভিযোগ ছিল এলাকার স্থানীয় তৃণমূল নেতারা জোর করে জমি দখল করছে, মাছের ভেরি দখল করেছে। এমনকী, মহিলাদের উপর অত্যাচারেরও গুচ্ছ-গুচ্ছ অভিযোগ উঠেছে। সেই সময় দলের বিরুদ্ধেই ধীরে-ধীরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সুজয়। স্থানীয় সূত্রে খবর, গ্রামের মহিলাদের সঙ্ঘবদ্ধ করেন তিনি। বিজেপির রেখা পাত্রর পাশাপাশি মহিলাদের আন্দোলনের মুখ হয়ে ওঠেন সুজয় মাস্টার। পরে যদিও রেখার সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর।
সন্দেশখালি পর্বে সাংসদ পার্থ ভৌমিক থেকে মন্ত্রী সুজিত বসুরা পৌঁছন সুজয় মাস্টারের বাড়িতে। দীর্ঘক্ষণ বৈঠক করেছিলেন। পরে তাঁকে নিয়ে গ্রামে-গ্রামে ঘুরিয়েছিলেন। ফলে সন্দেশখালিতে যে তৃণমূলের সুজয় মাস্টারকে প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে তৃণমূল কর্মীকে তৃণমূলেই যোগদান করিয়ে কি ‘গলার কাঁটা’ সরাতে চাইল তৃণমূল? প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল।