SSC Examination: ‘এটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র, সরকারের দুর্নীতি ও বিচার ব্যবস্থার অবহেলা হয়েছে’, ফের পরীক্ষায় বসার আগে বললেন হুমায়ুন

যে ছাব্বিশের হাজারের চাকি বাতিল হয়েছে, তাঁর মধ্যে রয়েছেন 'যোগ্য' শিক্ষক হুমায়ুন ফিরোজ। তিনি'MBS নেওরা হাইস্কুলের শিক্ষক'। হুমায়ুন রবিবার ফের পরীক্ষায় বসছেন। তবে তার আগে বললেন, "এটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র। এখানে সরকারের দুর্নীতি ও বিচার ব্যবস্থার অবহেলা হয়েছে। আমরা কেউ চাইনি আবার পরীক্ষায় বসি।"

SSC Examination: এটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র, সরকারের দুর্নীতি ও বিচার ব্যবস্থার অবহেলা হয়েছে, ফের পরীক্ষায় বসার আগে বললেন হুমায়ুন
হুমায়ুন ফিরোজ, 'যোগ্য' প্রার্থীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 07, 2025 | 10:04 AM

হাসনাবাদ: দুর্নীতির অভিযোগ। তারপর পুরো প্যানেল বাতিল। চলেছে গুচ্ছ-গুচ্ছ মামলা-মোকোদ্দমা। আন্দোলন-বিক্ষোভ চলেছে অহরহ। কার দোষ সেই নিয়ে কম কাটা-ছেড়া হয়নি। তবে এই সবের মধ্যে পিষে গেলেন যোগ্যরা। রবিবার ফের নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে চাকরিহারাদের। প্রায় সকলের মুখেই এক কথা, তাঁরা রীতিমতো বাধ্য হয়ে এই পরীক্ষায় বসছেন।

যে ছাব্বিশের হাজারের চাকি বাতিল হয়েছে, তাঁর মধ্যে রয়েছেন ‘যোগ্য’ শিক্ষক হুমায়ুন ফিরোজ। তিনি’MBS নেওরা হাইস্কুলের শিক্ষক’। হুমায়ুন রবিবার ফের পরীক্ষায় বসছেন। তবে তার আগে বললেন, “এটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র। এখানে সরকারের দুর্নীতি ও বিচার ব্যবস্থার অবহেলা হয়েছে। আমরা কেউ চাইনি আবার পরীক্ষায় বসি।”

তিনি বলেন, “এসএসসি এমন একটা চাকরি, যেটা কিন্তু অনেক প্রান্তিক মানুষ পরিশ্রম করে পেত। যাঁরা যোগ্যভাবে এই চাকরি পেয়েছিলেন, তাঁদের কাছে আজকের দিনটা সত্যিই কষ্টের। এই চাকরিটা তো যায়নি। এটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র। এখানে সরকারের দুর্নীতি ও বিচার ব্যবস্থার অবহেলা হয়েছে। আমরা কেউ চাইনি আবার পরীক্ষায় বসি। আমরা কেউ চাইনি, বাধ্য হয়ে যাচ্ছি পরীক্ষা যাচ্ছি। ৯ বছর আগে পরীক্ষা হয়ে গেছে। আগের যা স্ট্যামিনা ছিল, এখন তো তা নেই। মানসিক যন্ত্রণা তারপরও যাচ্ছি।”

আরও বলেন, “স্কুল চলছে, পরীক্ষার খাতা দেখছি, তাই চেয়েছিলাম যাতে পরীক্ষা পিছনো যাক। রাত জেগে পড়াশোনা করছি। আগেও পরিশ্রম করেছি, এখনও পরিশ্রম করেছি।” বস্তুত, স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, নবম দশমে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় চাকরিপ্রার্থীর সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন। রবিবার মোট ৬৩৬টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রে কী নিয়ে যাওয়া যাবে আর কী নিয়ে যাওয়া যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে কমিশন।