
সোদপুর: শিবরাত্রির রাতে ভয়াবহ দুর্ঘটনা। লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই মহিলার। বুধবার রাতে সোদপুর স্টেশনে ঘটনাটি ঘটে। বারবার অসাবধানতার বশে এভাবে প্রাণহানির ঘটনা ঘটছে। এই নিয়ে একাধিকবার সতর্ক করেছে রেল। তারপরও দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য় ছড়ায় স্টেশন চত্বরে।
উত্তর ২৪ পরগনার অন্যতম ব্যস্ত স্টেশন সোদপুর। আর সেখানেই রেল স্টেশনে এই ঘটনা ঘটেছে এদিন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় রেল পুলিশ। দুই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দুই মহিলা লাইনের ওপর দিয়ে হেঁটে পেরতে যাচ্ছিলেন। সেই সময় আচমকা ঢুকে পড়ে ট্রেন। ডাউন শান্তিপুর লোকালের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার। মৃত মহিলাদের নাম পরিচয় জানা যায়নি। সোদপুর স্টেশনে রেল চলাচল স্বাভাবিক বলেই জানা গিয়েছে।
গত বছরের ডিসেম্বরে বর্ধমান জেলার মেমারি রেল স্টেশনেও একইভাবে দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুই মহিলার। তাঁরাও রেল লাইন পেরতে যাচ্ছিলেন, সেই সময় ধাক্কা মারে ট্রেন।