TMC MLA: হিঙ্গলগঞ্জে চাকরি গেল তৃণমূল নেত্রীর মেয়ের, নাম উঠে এল বিধায়কের

SSC’s Tainted List: এই তৃণমূল নেত্রীর এলাকায় ভালই প্রভাব রয়েছে বলে খবর। এখন তাঁর মেয়ের নাম দাগি তালিকায় উঠতেই তা নিয়ে এলাকার চায়ের ঠেক থেকে রাজনৈতিক আঙিনা, সর্বত্রই পুরোদমে চর্চা শুরু হয়ে গিয়েছে।

TMC MLA: হিঙ্গলগঞ্জে চাকরি গেল তৃণমূল নেত্রীর মেয়ের, নাম উঠে এল বিধায়কের
বাম দিকে মা, ডানদিকে মেয়েImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 31, 2025 | 6:02 PM

হিঙ্গলগঞ্জ: নামটা জানা গিয়েছিল আগেই। ঠিকানাটা জানা গেল পরে। আর তারপরেই তা নিয়ে তীব্র চাপানউতোর এলাকার রাজনৈতিক মহলে। এসএসএসির তরফে দাগিদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ১০৬৯ নম্বরে নাম রয়েছে প্রিয়াঙ্কা মণ্ডলের। পরে জানা গেল তিনি হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জের তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে। এই তৃণমূল নেত্রীর এলাকায় ভালই প্রভাব রয়েছে বলে খবর। এখন তাঁর মেয়ের নাম দাগি তালিকায় উঠতেই তা নিয়ে এলাকার চায়ের ঠেক থেকে রাজনৈতিক আঙিনা, সর্বত্রই পুরোদমে চর্চা শুরু হয়ে গিয়েছে। 

বিজেপি তুলেছে আরও গুরুতর অভিযোগ। তাঁদের দাবি, হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ সন্ধ্যা মণ্ডল। ওই বিধায়কের হাত দিয়েই মেয়ের চাকরি করিয়ে দিয়েছে মা। হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা তথা রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার বলছেন, “এরা বিধায়কের হাত ধরে টাকা দিয়ে চাকরি পেয়েছে। এই সরকার দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতির সঙ্গে হিঙ্গলগঞ্জের বিধায়ক ও প্রিয়াঙ্কা মণ্ডল সরাসরি যুক্ত। এদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”   

পাল্টা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন যদিও বলছেন, “আমরা কেউ আইনের ঊর্ধে নই। বিচার ব্যবস্থায় যেটা প্রমাণ হবে সেটাই ঠিক। আইন যা বলবে সেটাই আমরা মানব।”