AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nipah Virus: নিপা আতঙ্কে বারাসত হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হল ২২ জনকে

Nipah Virus: হাসপাতালে গিয়ে দেখা গেল, অনেকেই মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের অনেকেই আবার 'নিপা ভাইরাসের' নাম শোনেননি। আবার অনেকে শুনেছেন, কিন্তু জানেনই না বাংলার যে দুজন আক্রান্ত, তাঁরাই ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Nipah Virus: নিপা আতঙ্কে বারাসত হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হল ২২ জনকে
বারাসতের বেসরকারি হাসপাতালImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 13, 2026 | 5:50 PM
Share

উত্তর ২৪ পরগনা:  বারাসতের বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নিপা ভাইরাসে আক্রান্ত দুজন নার্স। তাঁরা ওই হাসপাতালেই কর্মরত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের অবস্থা বেশ সঙ্কটজনক। কিন্তু হাসপাতালে তরফে মাস্ক পরা বা বিধি নিষেধে তৎপরতায় অনেক ঘাটতি রয়েছে বলে অভিযোগ করছেন হাসপাতালেই আসা অনান্য রোগীর পরিজনদের। এই ধরনের রোগ প্রতিরোধ করবার জন্য হাসপাতালের তরফে আরও বেশি তৎপর হওয়া প্রয়োজন বলে মনে করছেন।

হাসপাতালে গিয়ে দেখা গেল, অনেকেই মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের অনেকেই আবার ‘নিপা ভাইরাসের’ নাম শোনেননি। আবার অনেকে শুনেছেন, কিন্তু জানেনই না বাংলার যে দুজন আক্রান্ত, তাঁরাই ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এরকমই হাসপাতালের আসা এক রোগীর পরিজন দেবনাথ চট্টোপাধ্যায় বলেন, “এখানকারই স্টাফের ধরা পড়েছে। বারাসতের মধ্যে এই রোগ যদি ছড়িয়ে পড়ে, স্বাভাবিকভাবেই আমরা খুবই আতঙ্কিত। সেই তো কোভিডের মতো অবস্থা। এই হাসপাতালে কোনও তৎপরতা দেখছি না, কোনও কিছু গাইডলাইন নেই। কাউকে কিছু বলছেন না। নিজেরাই মাস্ক কিনে পরেছি। ওনারা কিছু বলেননি, মাস্ক পরবেন। ওরাও কোথাও Restricted Zone বলে চিহ্নিত করেননি।”

যদিও ওই হাসপাতালেই চিকিৎসক ডাক্তার শেষাদ্রি সেন জানিয়েছেন, বিষয়টা আতঙ্কের এটা নিয়ে যা গাইডলাইন আছে, সেগুলো হাসপাতাল এবং সাধারণ মানুষের মেনে চলা উচিত।

নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্সের পাশাপাশি সংস্পর্শে থাকা মানুষজনের কোয়ারেন্টাইন করা হচ্ছে এই বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যে তিনজন রুম মেট ও একজন আক্রান্তের বাবা-মা সহ মোট ৬ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। পরে আরও ১৬ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কিন্তু সেই সংখ্যাটা যে ক্রমশ বাড়তে পারে, তা বোঝা যাচ্ছে কোয়ারেন্টাইন করবার জন্য বেড সংখ্যা বাড়ানো হচ্ছে।

২৩টি কম্বল সঙ্গে নিয়ে আসা হয়েছে, সঙ্গে বালিশ বেড কভারও। যাতে হাসপাতালে অন্য কাউকে কোয়ারেন্টাইন করা তাঁরা ব্যবহার করতে পারে। অতিরিক্ত পিপিই কিট-ও নিয়ে আসা হয়েছে। তবে অসমর্থিত সূত্র জানা গিয়েছে, ইতিমধ্যে প্রায় ৭০ টি বেডের কোয়ারেন্টাইন করার মতন ব্যবস্থা করা হচ্ছে।

খেজুরের রস খাবেন? বড় কথা বলে দিলেন ডা. অরিন্দম বিশ্বাস
খেজুরের রস খাবেন? বড় কথা বলে দিলেন ডা. অরিন্দম বিশ্বাস
I-Pac কাণ্ডে ফাইল চুরির অভিযোগ, আদালতে নবান্নর সামনে ধর্নায় বসার আর্জি
I-Pac কাণ্ডে ফাইল চুরির অভিযোগ, আদালতে নবান্নর সামনে ধর্নায় বসার আর্জি
SIR শুনানিতে এবার ডাক পড়ল টুটু ও সৃঞ্জয় বসুর
SIR শুনানিতে এবার ডাক পড়ল টুটু ও সৃঞ্জয় বসুর
রাত পোহালেই মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা
রাত পোহালেই মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা
এন্টালি থেকে গ্রেফতার মালদহের তৃণমূল নেতা এনারুল শেখ
এন্টালি থেকে গ্রেফতার মালদহের তৃণমূল নেতা এনারুল শেখ
সেদিন প্রতীকের ঘরের ভিতর ঠিক কী করেন মুখ্যমন্ত্রী? ছবি দিল ED
সেদিন প্রতীকের ঘরের ভিতর ঠিক কী করেন মুখ্যমন্ত্রী? ছবি দিল ED
'ডিজিটাল যোদ্ধা'দের অভিষেক আজ কী কী বললেন শুনুন
'ডিজিটাল যোদ্ধা'দের অভিষেক আজ কী কী বললেন শুনুন
তিন বাহিনীর কাজের সঙ্গে তৃণমূল কর্মীদের তুলনা অভিষেকের
তিন বাহিনীর কাজের সঙ্গে তৃণমূল কর্মীদের তুলনা অভিষেকের
IPAC-এ তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ED-র
IPAC-এ তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ED-র
SIR-এর শুনানির সংখ্যা কি আরও বাড়ছে? আরও ২০০০ মাইক্রো-অবজারভার আসছেন
SIR-এর শুনানির সংখ্যা কি আরও বাড়ছে? আরও ২০০০ মাইক্রো-অবজারভার আসছেন