Barasat: সময় লাগল মোটে ৪৮ ঘণ্টা, পুলিশ খতম করে দিল ওদের ‘খেলা’
Barasat: জানা গিয়েছে, গত দশ তারিখ সন্ধেয় অশোকনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধা শিলা রানি পাল। সেই লিখিত অভিযোগ পাওয়া মাত্রই অ্যাকশন শুরু করে অশোকনগর থানা।

অশোকনগর: বেরিয়েছিলেন বাইরে। সেই সময়ই গলা থেকে সোনা ছিনতাই করে পালিয়ে গিয়েছিল। অসহায় বৃদ্ধা কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। তারপরই পৌঁছে যান পুলিশের কাছে। আর আটচল্লিশ ঘণ্টার মধ্যেই বড় সাফল্য অশোকনগর থানার পুলিশের। বৃদ্ধার হাতে ফিরিয়ে দিলেন আধিকারিকরা এক লক্ষ দশ হাজার টাকার সোনা। ঘটনাটি ঘটেছে অশোকনগর কচুয়া মোড় এলাকায়।
জানা গিয়েছে, গত দশ তারিখ সন্ধেয় অশোকনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধা শিলা রানি পাল। সেই লিখিত অভিযোগ পাওয়া মাত্রই অ্যাকশন শুরু করে অশোকনগর থানা। বড়বাবু চিন্তামণি নস্করের নেতৃত্বে তদন্ত শুরু হয়। তিনি নিজেই তত্ত্বাবধানে এই তদন্ত শুরু করে।
গত ১১ তারিখ রাতেই দমদমে একটি ফ্ল্যাট থেকে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁদের দুজনের নাম জয়দেব ঘোষ (৪৬)অন্যজন অশোক চক্রবর্তী। বাড়ি দমদম গোরাবাজার। অভিযুক্ত দুজনের কাছে থেকে উদ্ধার হয় একটি সোনার চেন ও একটি আংটি। অশোকনগর থানার পক্ষ থেকে এই দুইজন অভিযুক্ত সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে তোলা হবে বারাসাতে আদালতে।
বৃদ্ধা শিলা রানী পাল বলেন, “আমার কাছে একটুখানি সোনা ছিল। সেটাও খোয়া গিয়েছিল। আমি ভেবে উঠতে পাচ্ছি না এত তাড়াতাড়ি অশোকনগর থানার বড়বাবু চিন্তামণি নস্কর আমার এই সোনার চেন এবং আংটিটি উদ্ধার করে দিল। পাশাপাশি দুইজন চোরকেও অ্যারেস্ট করেছে।”





