Ghatal: সরস্বতী পুজো দেখতে বেরিয়ে সোজা কপালে সিঁদুর, ‘বউ’ নিয়ে বাড়িতে হাজির নাবালক

Ghatal: খবর পেয়ে মঙ্গলবার ভোরে চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক ব্লক প্রশাসনের কর্তাদের নিয়ে উপস্থিত হন ওই নাবালকের বাড়িতে।

Ghatal: সরস্বতী পুজো দেখতে বেরিয়ে সোজা কপালে সিঁদুর, বউ নিয়ে বাড়িতে হাজির নাবালক
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 05, 2025 | 6:17 AM

ঘাটাল: এক বছর ধরে ফেসবুকে প্রেম! সরস্বতী পুজোর দিন আর পাঁচজনের মতোই বাড়ি থেকে বেরিয়েছিল ওরা। মা জিজ্ঞেস করায় বলেছিল, পার্কে ঘুরতে যাচ্ছে। তারপর একেবারে সিঁথিতে সিঁদুর পরিয়ে প্রেমিকাকে বাড়ি নিয়ে গিয়ে তুলল ১৭ বছরের নাবালক। নবম শ্রেণির ছাত্র ও ছাত্রীর কীর্তিতে হতবাক এলাকার মানুষজন।

আসলে সরস্বতী পুজো দেখার নাম করে বাড়ি থেকে বেরিয়ে তারা সোজা চলে যায় মন্দিরে। তারপর বিয়ে করে সোজা দুজনে হাজির পাত্রের বাড়িতে। কিন্তু বিয়ে করেও শেষ রক্ষা হল না! ভোররাতে বিডিও গিয়ে নাবালিকা পাত্র-পাত্রীকে তুলে নিয়ে গেলেন বিডিও অফিসে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বালা গ্রামের ঘটনা।

জানা গিয়েছে, ওই বালা গ্রামের বাসিন্দা ১৭ বছরের এক নাবালকের সঙ্গে ঘাটালের নতুক গ্রামের নবম শ্রেণির ছাত্রীর পরিচয় হয় ফেসবুকে। সরস্বতী পূজার দিন বাড়ি থেকে পুজো দেখতে যাওয়ার নাম করে দু’জনেই পালিয়ে বিয়ে করে।

সোমবার রাতে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিডিও-র কাছে খবর যায় দুই নাবালক ও নাবালিকা বিয়ে করে ফেলেছে। খবর পেয়ে মঙ্গলবার ভোরে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক ব্লক প্রশাসনের কর্তাদের নিয়ে উপস্থিত হন ওই নাবালকের বাড়িতে। পাত্র-পাত্রী সহ ছেলের পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিডিও অফিসে। এরপর খবর দেওয়া হয় পাত্রীর পরিবারকে।
তারপর উভয় পক্ষকে সরকারি আইন বুঝিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পাত্রীর পরিবারের দাবি, তারা সারারাত ধরে মেয়েকে খুঁজেছে বিভিন্ন জায়গায়। সকালে বিডিও অফিস থেকে ফোন যেতে বিষয়টি জানতে পারে তারা।