Shantanu Thakur: ফের ভোটের আবহে ফুটছে বাগদা, এবার কেন্দ্রীয় মন্ত্রীর পথ ‘আটকাল’ পুলিশ, তুমুল উত্তেজনা এলাকায়

Dipankar Das | Edited By: জয়দীপ দাস

Jun 21, 2024 | 12:17 AM

Shantanu Thakur: এদিন মহাকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান বাগদার পদ্ম প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। সঙ্গে ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। মহকুমা শাসকের দফতরে আসেন বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও।

Shantanu Thakur: ফের ভোটের আবহে ফুটছে বাগদা, এবার কেন্দ্রীয় মন্ত্রীর পথ আটকাল পুলিশ, তুমুল উত্তেজনা এলাকায়
পুলিশের সঙ্গে বচসা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বাগদা: ফের বাংলায় ভোটের হওয়া। সামনেই উপনির্বাচন। মনোনয়ন জমার পালাও চলছে। এরইমধ্যে মহাকুমা শাসকের দফতরে ঢোকার মুখে ড্রপ গেটে বাধা দেওয়া হল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলকে। বনগাঁ থানার আইসি-র সঙ্গে কথা কাটাকাটিও হয়। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এলাকায়। 

এদিন মহাকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান বাগদার পদ্ম প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। সঙ্গে ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। মহকুমা শাসকের দফতরে আসেন বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। এদিকে ততক্ষণে পাঁচজন দলীয় কর্মীকে নিয়ে ভিতরে চলে গিয়েছেন বিনয়। এরপর শান্তনুরা ড্রপ গেট দিয়ে ঢুকতে গেলে পড়েন পুলিশি বাধার মুখে। পুলিশ সাফ জানানো হয়, পাঁচ জনের বেশি লোকজন ভিতরে যেতে পারবে না। তখনই পুলিশের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয়ে যায় দেবদাস মণ্ডল ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। দীর্ঘ সময় ধরে চলে বচসা।

যদিও পুলিশের তরফে জানানো হয় পাঁচের অধিক ব্যক্তিকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। শেষে দীর্ঘ সময় কথা কাটাকাটির পরে শর্তসাপেক্ষে তাঁদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় বলে খবর। এদিকে এদিনই আবার মনোনয়ন জমা দেন বাগদার ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌড় বিশ্বাস। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনিও। সাফ বলছেন, আমরাই জিতব। এই ভোটে বাম কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। শেষে দেখা যায় এই কেন্দ্রে দুই দলই প্রার্থী দিয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে ঠাকুরবাড়ির মধুুপর্ণা ঠাকুরকে। 

Next Article