উত্তর ২৪ পরগনা: গলার নলি কাটা অবস্থায় এক বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে। ইছাপুরের নতুনপাড়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রবিবার। নিহত ওই মহিলার নাম সিক্তা চট্টোপাধ্যায়। বয়স ৭০-এর উপরে। জানা গিয়েছে, এলাকায় দিদিমণি হিসাবেই সকলে তাঁকে চিনতেন। প্রাইভেট টিউশনি করাতেন একটা সময়। হঠাৎই তাঁর এমন পরিণতি দেখে আঁতকে উঠেছেন এলাকার লোকজন। পরিবারের লোকজনের অনুমান, খুন করা হয়েছে তাঁকে। আর্থিক কোনও কারণে এই ঘটনা বলে মনে করা হচ্ছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ।
ইছাপুরের নতুনপাড়া এলাকায় একটি বাড়িতে একাই থাকতেন সিক্তাদেবী। তাঁর স্বামী স্বামী জ্যোতিষকান্ত চট্টোপাধ্যায় কয়েক বছর আগে মারা যান। স্বামীর স্মৃতি আগলে এতদিন একা একাই ছিলেন ওই মহিলা। এলাকার লোকজনের কথায়, একেবারে নিরীহ মহিলা ছিলেন সিক্তাদেবী। খুবই ভাল ব্যবহার ছিল। তাঁর এমন পরিণতিতে হতবাক পড়শিরাও।
সিক্তাদেবীর আত্মীয় স্বপন দে জানান, রাতে ফোন পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি। ততক্ষণে পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। স্বপন দে’র কথায়, “রাত সাড়ে ৯টা নাগাদ ফোনে খবর পাই। মেজদি মেঝেতে পড়ে আছেন। রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন উনি। প্রশাসন তদন্ত করছে। দেখে তো মনে হচ্ছে খুনই করা হয়েছে। টাকা পয়সা নিয়ে কিছু গোলমালের কারণে এই খুন বলে মনে হচ্ছে। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। তবে যতটুকু দেখেছি গলায় কাটা ছিল। রক্তপাতও সেখান থেকেই হয়েছে।” স্বপন দে’র কথায়, “উনি একাই থাকতেন বাড়িতে। ওনার স্বামী বছর কয়েক হল মারা গিয়েছেন। এক্স আর্মি ছিলেন। কোনওরকম শত্রুতার জেরে এই ঘটনা কি না তা এভাবে বলাও সম্ভব নয়। পুলিশ সবদিক খতিয়ে দেখছে।”
এলাকার বাসিন্দারা জানান, এদিন রাতে হঠাৎই দেখা যায় সিক্তাদেবীর বাড়ির দরজা হাট করে খোলা। তখনই সন্দেহ হয় স্থানীয়দের। বাইরে থেকেই ডাকাডাকি করেন তাঁরা। কিন্তু কোনও সাড়া মেলেনি। এদিকে মূল দরজা খোলা থাকলেও ঘরের সমস্ত আলো নেভানো ছিল বলেই স্থানীয়দের দাবি। তারপরই ভিতরে ঢুকে দেখেন সিক্তাদেবী মাটিতে পড়ে রয়েছেন। চারদিকে শুধুই রক্ত। ভয় পেয়ে যান এলাকার লোকজন। শুরু হয় হইচই। খবর দেওয়া হয় নোয়াপাড়া থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: Naihati: নিম্নাঙ্গ ভাসছে রক্তে, ঘটনার ঘণ্টা দুই আগেই নিষিদ্ধপল্লি এলাকায় জওয়ান…
আরও পড়ুন: Asansol: ইউক্রেন থেকে ফিরল ছাত্রী, তাসা-ব্যান্ড পার্টি নিয়ে ‘গ্র্যান্ড ওয়েলকাম’ আসানসোলে