Commit Suicide: শেষ করে দিচ্ছি নিজেকে, বলেই মোবাইল সুইচড অফ প্রেমিকের; কঠিন ‘শাস্তি’ পেল প্রেমিকা

Basirhat: বসিরহাটের ওই যুবকের নাম সৌরভ দাস (২০)। বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি।

Commit Suicide: শেষ করে দিচ্ছি নিজেকে, বলেই মোবাইল সুইচড অফ প্রেমিকের; কঠিন 'শাস্তি' পেল প্রেমিকা
আত্মঘাতী যুবক। প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2022 | 1:08 PM

উত্তর ২৪ পরগনা: ‘দুয়াও মে ইয়াদ রাখনা…।’ যাওয়ার আগে প্রেমিকাকে ফোনে জানিয়েছিল, পৃথিবী ছেড়ে যাচ্ছে সে। এরপরই মোবাইল ফোনের সুইচ অফ। সোমবার বিকেলের পর ছেলের ঘরে ঢুকে মা, বাবা দেখেন কড়ি বরগার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছে সে। এমন দৃশ্যে মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। কেন ছেলে এমন ঘটনা ঘটাল ভেবে কিনারা পাচ্ছিলেন না। খবর দেওয়া হয় থানায়। পুলিশ দেহ উদ্ধার করতে এসে সৌরভ দাস নামে বছর কুড়ির ওই যুবকের মোবাইল ফোনটিও খতিয়ে দেখে। সুইচ অন করে কল লিস্ট সার্চ করতেই দেখা যায় শেষ ফোনটি গিয়েছিল একটি মেয়ের নম্বরে। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর অভিযোগ। বসিরহাট পুর এলাকার এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ওই তরুণীকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

বসিরহাটের ওই যুবকের নাম সৌরভ দাস (২০)। বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। একটি মোবাইল ফোনের সংস্থায় কাজ করতেন। বছর দু’য়েক আগে বাদুড়িয়া থানা এলাকার ১৯ বছরের এক তরুণীর সঙ্গে পরিচয় হয়। ক্রমেই সেই সম্পর্ক বন্ধুত্ব ছাড়িয়ে আরও গভীর হয়। অভিযোগ, প্রায়ই ওই তরুণীর সঙ্গে দেখা করতেন সৌরভ। ফোনেও প্রায় সারাদিনই গল্প করতেন বলেই অভিযোগ। কিন্তু দিন সাতেক ধরে তাঁদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হত বলে পুলিশ সূত্রে খবর।

সূত্রের দাবি, দু’জনের মধ্যে নানা বিষয়ে সন্দেহের বীজ অঙ্কুরিত হচ্ছিল। এই নিয়ে মনোমালিন্য বাড়ছিল যুগলের। অভিযোগ, এরইমধ্যে সোমবার দুপুরে ওই তরুণীকে ফোন করেন সৌরভ। অভিযোগ, প্রেমিকাকে জানিয়েছিলেন, নিজেকে শেষ করে দেবেন তিনি। এরপরই ফোনটা কেটে যায়। মোবাইল সুইচড অফ বলতে থাকে। এদিকে দুপুরেই বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে সৌরভ আত্মহত্যা করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘরের দরজা বন্ধ ছিল। সন্ধ্যা গড়ালেও ছেলে ঘরের বাইরে না বেরোনোয় বাড়ির লোকেরা। দরজা ধাক্কাধাক্কি শুরু করে। এরপরই ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

সৌরভের ফোনের কল লিস্ট দেখে ওই তরুণীকে প্রথমে আটক করা হয়। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। মঙ্গলবার ওই তরুণীকে আদালতে তোলা হবে। অন্যদিকে সৌরভের দেহ ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমে প্রত্যাখ্যানের কারণেই তিনি এই সিদ্ধান্ত নেন। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন: BJP Bikash Bhawan Chalo: দাবদাহের কলকাতায় পারদ চড়াতে আজ বিজেপির বিকাশ ভবন অভিযান, অনুমতি নেই পুলিশের

আরও পড়ুন: Maoist Poster in Bankura: ‘টিএমসি নেতাদের সঙ্গে খেলব’, সাত সকালে সারেঙ্গায় মিলল মাওবাদী পোস্টার…