বসিরহাট: বিজেপি (Bengal BJP) কর্মীকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়াল বসিরহাটে (Basirhat)। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদের টাকি ৫নং ওয়ার্ডের দক্ষিণরাঢ়ি পাড়া এলাকায়।
অভিজিৎ পাত্র নামে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বাড়ি ফেরার পথে বেশ কয়েকজন তাঁর পথ আটকায়। এরপর এলোপাথাড়ি মারধর করতে শুরু করে। মোবাইল টাকা-পয়সার ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ।
বিজেপি করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে পুরো বিষয়টি অস্বীকার করা হয়েছে। কী কারণে হামলা মারধর, এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।