নেট মাধ্যমের প্রচারই হল সত্যি! বাগদায় ১০ বছরের বিধায়ক দুলাল বরকে প্রার্থী করল না গেরুয়া শিবির

একুশের হাইভোল্টেজ নির্বাচনে (West Bengal Assembly Election 2021) টিকিট পেলেন না দুলাল বর (Dulal Chandra Bar)। তাঁর বদলে বাগদায় বিশ্বজিৎ দাশকে প্রার্থী করল বিজেপি (Bengal BJP) কেন্দ্রীয় নেতৃত্ব।

নেট মাধ্যমের প্রচারই হল সত্যি!  বাগদায় ১০ বছরের বিধায়ক দুলাল বরকে প্রার্থী করল না গেরুয়া শিবির
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 23, 2021 | 11:29 AM

কলকাতা: দশ বছরের বাগদায় জিতেছেন তিনি। কিন্তু একুশের হাইভোল্টেজ নির্বাচনে (West Bengal Assembly Election 2021) টিকিট পেলেন না দুলাল বর (Dulal Chandra Bar)। তাঁর বদলে বাগদায় বিশ্বজিৎ দাশকে প্রার্থী করল বিজেপি (Bengal BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। কেন প্রার্থী করা হল না দুলাল বরকে? তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু জল্পনা।

মঙ্গলবার সকালে ১৩ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। তাতে দেখা যায়, বাগদার বিদায়ী বিধায়ক দুলাল বর এবার টিকিট পাননি। টিকিট পেলেন বিশ্বজিৎ দাশ। ১০ বছর একই এলাকায় বিধায়ক পদে থেকেছেন। হাতের তালুর মতো চেনেন বাগদাকে। একই সঙ্গে তৃণমূল ছুট বিধায়ক বিশ্বজিৎ দাসকে প্রার্থী করা হলেও তাঁকে তাঁর জেতা আসন থেকে প্রার্থী করা হয়নি। তাঁকে টিকিট দেওয়া হয়েছে দুলাল বরের কেন্দ্র বাগদা থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শান্তনু ঠাকুরের ইচ্ছাতেই কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে মতুয়া ভোটও ফ্যাক্টর করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, ২০০৬-এ বাগদায় তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জিতেছিলেন মুকুল রায়ের অনুগামী হিসেবে পরিচিত দুলাল। ২০১১-য় তাঁর পরিবর্তে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসকে প্রার্থী করে তৃণমূল। উপেন সে বার জিতলেও ২০১৬-য় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী দুলাল তাঁকে হারান। কিন্তু ২০১৯-এ তৃণমূলে ফেরেন দুলাল। এর পর মুকুলেরহ হাত ধরেই বিজেপি-তে যান দুলাল। বিজেপি তাঁকে দলের রাজ্য এসসি-এসটি সেলের সভাপতি করে।

দুলার বরকে বাগদার প্রার্থী না করায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, দুলাল বরকে বাগদার প্রার্থী না করার বিষয়ে আরও একটি বিষয় কাজ করছে। সপ্তাহ খানেক আগেই উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভায় বিদায়ী বিধায়ক দুলাল বরকে বিজেপির প্রার্থী করার দাবিতে নেটমাধ্যমে প্রচার শুরু হয়েছিল।

আরও পড়ুন: ভোটে লড়তে চান না শান্তনু, পালটা মতুয়াদের টিকিট দেওয়ার দাবি শাহের কাছে

স্থানীয় রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছিল, বিজেপি কর্মী-সমর্থকদের একাংশই বার বার দল বদলানো দুলালের বিরুদ্ধে প্রচারে সামিল হয়েছিলেন। ফেসবুকে নানা পোস্টের পাশাপাশি লাইভ করেও প্রচার চলছে দুলালের বিরুদ্ধে। যদিও বাগদার বিদায়ী বিধায়ক দুলাল তাতে আমল দিতে চাননি। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যে তাতে গুরুত্ব দিয়ে থাকতে পারেন, তা প্রমাণ মিলল এ দিন।