উত্তর ২৪ পরগনা: ষষ্ঠ দফার ভোটে (West Bengal elections 2021) উত্তপ্ত ব্যারাকপুর বিধানসভা এলাকা। এবার ঘটনাস্থল টিটাগড়। ব্যাপক বোমাবাজিতে আহত এক শিশু-সহ ৬জন। তাদের বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, এলাকায় সাত থেকে আটটি বোমা ছোড়া হয়। বোমার স্প্লিন্টার লেগে গুরুতর জখম হয় এক শিশু। বাড়ির সামনে বসেছিলেন এক যুবক। তাঁরও বুকে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও আধা সেনার বিশাল বাহিনী।
টিটাগড় পুরসভার অন্তর্গত টাটা গেট সংলগ্ন চার নম্বর জলের ট্যাঙ্ক এলাকা। ভোটের দুপুরে হঠাৎই এখানে ভিড় করে মাস্ক পরা কয়েকজন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাস্তায় তখন বহু মানুষ ছিলেন। বাচ্চারা খেলছিল। বাড়ির সামনেও বসে ছিলেন কেউ কেউ। হঠাৎই একদল এসে এলাকায় বোমাবাজি শুরু করে। সাত-আটটা বোমা ফেলা হয়।
ভয়ে ছোটাছুটি শুরে করেন পথচারীরা। এরইমধ্যে আহত হন কয়েকজন। জখমরা যে পথ ধরে গিয়েছে, সে রাস্তায় চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। এক শিশুর থুতনিতে বোমার স্প্লিন্টার ঢুকে যায়। সকলকেই উদ্ধার করে বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি বিজেপির বুথ ক্যাম্প অফিস ভাঙচুরেরও অভিযোগ ওঠে এখানে। একইসঙ্গে বোমা মারা হয় স্থানীয় তৃণমূল কার্যালয়ের সামনেও। স্থানীয়দের অভিযোগ, ভোট বানচাল করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।