রাজনীতির উর্ধ্বে মেলা, মতুয়াদের মিলন চায় ঠাকুরবাড়ি

ভোট আবহে (West Bengal Assembly Election 2021) একসঙ্গে বারুণি মেলা করতে উদ্যোগী মমতা বালা ঠাকুর (Mamata Bala Thakur), শান্তনু ঠাকুর (Shantanu Thakur)।

রাজনীতির উর্ধ্বে মেলা, মতুয়াদের মিলন চায় ঠাকুরবাড়ি
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 16, 2021 | 1:41 PM

উত্তর ২৪ পরগনা: রাজনীতি ভাঙন ধরিয়েছিল মতুয়া পরিবারে। ২০১৯ সালের লোকসভা ভোটের সময় থেকে ঠাকুরনগরের ঠাকুর পরিবার তৃণমূল-বিজেপিতে আড়াআড়ি বিভক্ত। তাতে বেশি ক্ষতি হয়েছে মতুয়া (Matua) সম্প্রদায়ের। (West Bengal Assembly Election 2021) এ বার একসঙ্গে বারুণি মেলা করতে উদ্যোগী মমতা বালা ঠাকুর (Mamata Bala Thakur), শান্তনু ঠাকুর (Shantanu Thakur)।

মেলার স্নান ৯ এপ্রিল। রাজ্যে বিধানসভা ভোট তত দিনে শুরুও হয়ে যাবে। আগে থেকেই ঠাকুরবাড়ি চত্বরে শুরু হয়েছে মেলার আয়োজন। পারবারিক ঝগড়া ভুলে, বিবাদ মনে না রেখে মেলায় মতুয়াদের মিলন চান ঠাকুরবাড়ির সবাই।

পাল্টা দিয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেন, “মেলা কারও ব্যক্তিগত নয়। মেলা সকলের। ঠাকুর পরিবার বরাবরই যৌথ ভাবে মেলার উদ্যোগ নেয়।”

আরও পড়ুন: গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার হুমকি! হেস্টিংসে বিজেপি দফতরের সামনে কর্মীদের ব্যাপক বিক্ষোভ

বিবাদ ভুলে মতুয়ারা একজোট হলে উপকার মতুয়া সম্প্রদায়েরই। বলছেন এলাকার তৃণমূল নেতা। বিজেপি-ও চাইছে মেলা হোক বিরোধহীন ভাবে। বিজেপি নেতা ধ্যানেশ নারায়ণ গুহ বলেন, “মেলাটা হোক এটাই চাই। মানুষের মেলা।” গত বছর অতিমারিতে মেলা করা যায়নি। এ বার পারিবারিক বিবাদ ভুলে, রাজনীতির উর্ধ্বে উঠে মতুয়াদের জোট অটুট রাখা যায় কি না, সেই চেষ্টাই করছেন ঠাকুর পরিবারের সদস্যরা।