উত্তর ২৪ পরগনা: একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) তৃণমূলের (TMC) তারকা প্রচারক দেব (Dev)। একের পর এক তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নেমেছেন দু’বারের সাংসদ। শুক্রবার শ্যামনগরের অন্তর্গত নোয়াপাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী মঞ্জু বসুর সমর্থনে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তীব্রভাবে বিঁধলেন দীপক অধিকারী ওরফে দেব।
তাঁর কথায়, কারও কথায় কান না দিয়ে নিজের চোখে দেখুন, উন্নয়ন দেখতে পাবেন। লেনিন নগর স্পোটিং ক্লাবের মাঠে নাম না করে বিজেপিকে আক্রমণ করে ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব বলেন,”বাংলার মানুষ কাকে চান সেই সিদ্ধান্তটা মানুষকেই নিতে হবে। যারা ধর্ম নিয়ে কথা বলে তাদের কে চান নাকি যারা বাংলার মানুষের জন্য কাজ করছে সেই দলকে চান।”
বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ভোট এলেই একটি দল ধর্ম নিয়ে কথা বলে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। কিন্তু যারা উন্নয়ন করেছেন, যারা সব সময় মানুষের পাশে থেকেছে তাদেরই বেছে নেওয়া উচিত। দেবের দাবি, বিজেপি হাসপাতাল, স্কুল, রাস্তা নিয়ে কথা বলে না। ধর্ম নিয়ে রাজনীতি করে। মানুষে মানুষে বিভেদ ছড়ায়। বিজেপির সোনার বাংলা স্লোগানকে কটাক্ষ করে দেবের মন্তব্য, আগে দেশ বাঁচান, তারপর বাংলার কথা বলবেন। আপনাদের বেছে নেওয়া। তাঁর আরও দাবি, বাংলার উন্নয়ন নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে গেরুয়া শিবির। মানুষকে বিভ্রান্ত করছে তারা। তাই কারোও মুখে শুনে নয়, নিজের চোখে উন্নয়ন দেখতে আবেদন দেবের। দেশের কর্মসংস্থান, অর্থনীতি নিয়েও মোদী সরকারকে কটাক্ষ করতে শোনা যায় তাঁকে।
আরও পড়ুন: আলিপুরদুয়ারে শাসকদলের গলার কাঁটা ‘কাটমানি’, তুলোধনায় এককাট্টা কংগ্রেস-বিজেপি
এদিনের জনসভার প্রধান বক্তা ছিলেন দেব। প্রিয় অভিনেতাকে দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল। তবে করোনা আবহে প্রত্যেককে মাস্ক পরার আবেদন করেন তিনি। জনসভায় উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে যাঁরা মাস্ক পরেছেন তাঁদের জন্য হাততালি দিতে দেখা যায় তারকা সাংসদকে। দেবের কথায়, “নেতাদের কাজ খালি ভোট নিয়ে পালিয়ে যাওয়া নয়। আপনারা সবাই বেঁচে থাকলে নির্বাচন হবে।”