আলিপুরদুয়ারে শাসকদলের গলার কাঁটা ‘কাটমানি’, তুলোধনায় এককাট্টা কংগ্রেস-বিজেপি
যদিও তৃণমূল (Trinamool Congress) বলছে, এসব কোনও ইস্যুই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ঢালাও উন্নয়ন করেছেন জেলাজুড়ে। মানুষ সে উন্নয়ন দেখেই ভোট দেবেন।
আলিপুরদুয়ার: চতুর্থ দফায় উত্তরবঙ্গের দুই জেলায় ভোটপর্ব (West Bengal Assembly Election 2021)। কোচবিহারের ৯ কেন্দ্রের পাশাপাশি ভোট হবে আলিপুরদুয়ারের ৫টি বিধানসভা কেন্দ্রে। তবে ভোটের আগে ‘কাটমানি’ ইস্যু বেশখানিকটা অস্বস্তিতে রেখেছে শাসকদলকে। অন্যদিকে বিজেপিও এ জেলায় আড়েবহরে বেড়েছে। যা তৃণমূলের জন্য বেশ খানিকটা চাপের বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল।
তৃণমূল ক্ষমতায় আসার পরই পৃথক জেলার স্বীকৃতি পেয়েছে চা বলয় অধ্যুষিত জেলা আলিপুরদুয়ার। স্থানীয়দের একাংশের দাবি, আলিপুরদুয়ার, কালচিনি, কুমারগ্রাম, ফালাকাটা কিংবা মাদারিহাটের মত বিধানসভা এলাকায় রাস্তাঘাটেরও বেশ উন্নতি হয়েছে। ভোটপ্রচারে যা তৃণমূলের হাতিয়ার। কিন্তু একইসঙ্গে দলের ভিতর কোন্দলের অভিযোগ, যা ঘিরে কর্মী অসন্তোষ বেড়েছে। আর তা হাতিয়ার করেছে বিরোধীরা।
সংযুক্ত মোর্চার এখানে মুখ বর্ষীয়ান কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়। তাঁর কথায়, “পর্যটনের ২৩ কোটি টাকা ফিরে গিয়েছে শুধুমাত্র রাজ্য সরকারের অবহেলায়।” পাশাপাশি বিজেপির অভিযোগ, “জেলা হলেও এখানে পরিকাঠামো কিছুই হয়নি। মানুষ শুধু দেখেছে কাটমানি। চাকরির নিয়োগে চরম দুর্নীতি। যে নেতা সাইকেলে ঘুরতেন, আজ তাঁর দামি গাড়ি।”
যদিও তৃণমূল বলছে, এসব কোনও ইস্যুই নয়। অভিযোগ যে কেউই করতে পারে। তবে সবটাই প্রমাণসাপেক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় ঢালাও উন্নয়ন করেছেন জেলাজুড়ে। মানুষ সে উন্নয়ন দেখেই ভোট দেবেন। লোকসভা ভোটে বিজেপি মানুষকে মিথ্যা বলে খাতা খুলেছিল এ জেলায়। এবার সেই খাতা বন্ধ হল বলে!