বিজেপির ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা বাগদায়

Mar 28, 2021 | 3:31 PM

যদিও এই ঘটনাকে মিথ্যা তৃণমূলের (TMC) ঘাড়ে ঠেলে দেওয়া হচ্ছে বলে দাবি স্থানীয় শাসকদলের নেতৃত্বের।

বিজেপির ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা বাগদায়
প্রতীকী চিত্র।

Follow Us

উত্তর ২৪ পরগনা: দোলের সকালে বিজেপির (BJP) ফ্লেক্স ছিঁড়ে দেওয়াকে কেন্দ্রকে উত্তেজনা ছড়াল বাগদা বিধানসভা কেন্দ্রের আওতাধীন কলমবাগানে। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদি তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ।

বাগদা বিধানসভার কলমবাগান। সেখানকার কুন্দিপুর মোড়ে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে ফ্লেক্স টাঙিয়েছিলেন দলীয় কর্মী-সমর্থকরা। অভিযোগ, রবিবার সকালে গিয়ে তাঁরা দেখেন, সেই ফ্লেক্সগুলি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির লোকজন।

স্থানীয় কুন্দিপুর মোড়ে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেশ কিছু সময় রাস্তা অবরোধও করেন তাঁরা। বিজেপির অভিযোগ, ভোট ঘোষণার পর থেকেই বারবার তৃণমূলের লোকজন তাঁদের নানাভাবে উত্যক্ত করছে। এর আগেও ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বনগাঁ থানার গাড়াপোতা ফাঁড়িতে দোষীদের গ্রেফতারের দাবিতে অভিযোগও জানিয়েছে তারা।

আরও পড়ুন: চোটের ১৮ দিন পর আজ ফের সেই বিরুলিয়া বাজারে মমতা

যদিও এই ঘটনাকে মিথ্যা তৃণমূলের ঘাড়ে ঠেলে দেওয়া হচ্ছে বলে দাবি করে স্থানীয় শাসকদলের নেতৃত্ব। তাদের বক্তব্য, আদি-নব্যর দ্বন্দ্বে বাগদায় জেরবার বিজেপি। সে কোন্দলের ফলেই এই ঘটনা। তৃণমূল কোনওভাবেই এর সঙ্গে জড়িত নয়।

Next Article