
বারাসত: জিয়ারুউল হককে সঙ্গে নিয়ে সবসময় ঘুরে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ। আর সেই জিয়ারুলের সঙ্গে রয়েছে তৃণমূলের যোগ। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। এবার মুখ খুললেন সেই জিয়ারুল।
প্রসঙ্গত, দিলীপ ঘোষ দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকেই বঙ্গ বিজেপি তোলপাড়। বিজেপির একাংশ তাঁর বিরুদ্ধে কোনও রাখঢাক না রেখেই আক্রমণ শানিয়ে চলেছেন। এই আবহের মধ্যে শনিবার অর্জুন সিং দাবি করেন, যে জিয়ারুল হকের সঙ্গে দিলীপবাবু ঘুরছেন, তিনি আদতে কুখ্যাত স্মাগলার বারিক বিশ্বাসের ডান হাত। আর বারিক বিশ্বাস তৃণমূলের শেখ জাহাজাহানের শাগরেদ বলেও দাবি করেন অর্জুন।
এই বিষয়ে জিয়ারুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছ বছর ধরে তিনি দিলীপ ঘোষের সঙ্গী। তিনি সরকারেরই দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। ফোনে যোগাযোগ করা হলে তিনি জিয়ারুল বলেন, “বারিক বিশ্বাসের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। অর্জুন সিং প্রমাণ করতে পারে যে তাঁর সঙ্গে বারিক বিশ্বাস বা তৃণমূলের কোনও সম্পর্ক আছে, তাহলে প্রমাণ করুক। তখন তো শাস্তির প্রসঙ্গ আসবে। যদি প্রমাণ করতে না পারে তাহলে কী হবে।”