Kalyan Dhar Wife: ক্লাস সিক্স পাশ, পরিচারিকা থেকে সরকারি চাকুরে! অর্পিতার গাড়ি চালকের স্ত্রীও ইডি-র আতসকাচে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 28, 2022 | 5:23 PM

Arpita Mukherjee: কল্যাণ জানিয়েছেন তিনি অর্পিতার গাড়ির চালক ছিলেন। বছর খানেক আগে তাঁর স্ত্রী শিক্ষা দফতরে গ্রুপ-ডির চাকরি পেয়েছে বলে জানা গিয়েছে।

Kalyan Dhar Wife: ক্লাস সিক্স পাশ, পরিচারিকা থেকে সরকারি চাকুরে! অর্পিতার গাড়ি চালকের স্ত্রীও ইডি-র আতসকাচে
অর্পিতার গাড়ির চালক কল্যাণ ধর।

Follow Us

কলকাতা: অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুর এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে দু’দফায় বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই উদ্ধারের পাশাপাশি তাঁর নামে থাকা সম্পত্তিরও খোঁজ চালানো হচ্ছে। সেই খোঁজ চালাতে গিয়ে জানা গিয়েছে, অর্পিতার তিনটি সংস্থা রয়েছে। নথি বলছে, সেই সংস্থার ডিরেক্টর হলেন কল্যাণ ধর নামের এক ব্য়ক্তি। কামারহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কল্যাণ। টিভি৯ বাংলার প্রতিনিধি বৃহস্পতিবার গিয়েছিলেন তাঁর বাড়ি। কল্যাণ জানিয়েছেন তিনি অর্পিতার গাড়ির চালক ছিলেন। বছর খানেক আগে তাঁর স্ত্রী শিক্ষা দফতরে গ্রুপ-ডির চাকরি পেয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু কল্যাণের স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়েই উঠছে প্রশ্ন।

এলাকাবাসীর সূত্রের খবর, কল্যাণ ধরের স্ত্রী ষষ্ঠ শ্রেণি অবধি পড়াশোনা করেছিলেন। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার আগে দ্বাদশ শ্রেণি পাশের সার্টিফিকেট জোগাড় করেন। সেই সার্টিফিকেট দেখিয়েই চাকরি পেয়েছেন বলে অভিযোগ। এক সময় তিনি পরিচারিকার কাজ করতেন বলেও জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

অর্পিতার তিনটি সংস্থার ডিরেক্টর হিসাবে নাম রয়েছে কল্যাণের। কিন্তু কল্যাণের দাবি, তাঁকে না জানিয়েই ডিরেক্টর করা হয়েছে। যদিও নথি বলছে, অর্পিতার সংস্থাগুলির ৫০ শতাংশ মালিকানা রয়েছে তাঁর নামে। এ ব্যাপারে কিছু জানাতে রাজি হননি কল্যাণ। যদিও ইডি জানতে চাইলে তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। দীর্ঘ দিন ধরেই অর্পিতার গাড়ি চালিয়েছেন বলে তিনি টিভি৯ বাংলাকে জানিয়েছেন। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে গিয়েছিলেন বলেও জানিয়েছেন। তবে স্ত্রীর চাকরি পাওয়ার বিষয়টি নিয়ে কিছু বলতে রাজি হননি। বিরক্ত হয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন তিনি।

Next Article