Goat : দুটি মুখ, তিনটি চোখ; অলৌকিকের আশায় বিরল ছাগল দেখতে ভিড় দেগঙ্গায়

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 29, 2022 | 11:14 PM

Goat : তবে ছাগল বাচ্চাটির এখনও পর্যন্ত হাঁটা-চলা করার কোনও ক্ষমতা নেই বলে জানা যাচ্ছে। গ্রামের বাসিন্দাদের একটা বড় অংশের দাবি এর পিছনে কোনও অলৌকিক কারণ রয়েছে।

1 / 6
কিছুদিন আগেই পূর্ব বর্ধমানের (Purba Bardhamana) কেতুগ্রাম এলাকার এক গ্রামে ৬টি পা নিয়ে জন্মাতে দেখা গিয়েছিল একটি বাছুরকে। যা নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা এলাকায়। অলৌকিকের আশায় ভিড় জমেছিল গোটা গ্রামে। এবার দুটি মুখ তিনটি চোখ নিয়ে জন্মগ্রহণ করল ছাগলের বাচ্চা।

কিছুদিন আগেই পূর্ব বর্ধমানের (Purba Bardhamana) কেতুগ্রাম এলাকার এক গ্রামে ৬টি পা নিয়ে জন্মাতে দেখা গিয়েছিল একটি বাছুরকে। যা নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা এলাকায়। অলৌকিকের আশায় ভিড় জমেছিল গোটা গ্রামে। এবার দুটি মুখ তিনটি চোখ নিয়ে জন্মগ্রহণ করল ছাগলের বাচ্চা।

2 / 6
অবিশ্বাস্যকর এই ছাগল (Goat) বাচ্চার জন্ম হয়েছে দুটি মুখ তিনটি চোখ নিয়ে জন্মগ্রহণ করল ছাগলের বাচ্চা। অদ্ভূত দর্শন এই ছাগলকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। ছাগলের বাচ্চাটি দেখতে গ্রামের মানুষ দলে দলে ভিড় জমাচ্ছেন।

অবিশ্বাস্যকর এই ছাগল (Goat) বাচ্চার জন্ম হয়েছে দুটি মুখ তিনটি চোখ নিয়ে জন্মগ্রহণ করল ছাগলের বাচ্চা। অদ্ভূত দর্শন এই ছাগলকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। ছাগলের বাচ্চাটি দেখতে গ্রামের মানুষ দলে দলে ভিড় জমাচ্ছেন।

3 / 6
সূত্রের খবর, দেগঙ্গার বেলপুরের বাসিন্দা ছকিনা বিবির একটি ছাগল বৃহস্পতিবার সকালে তিনটি বাচ্চা প্রসব করে। ওই ছাগলটির তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চার দুটি মুখ তিনটি চোখ দেখা যায়। তা দেখে তিনি হতবাক হয়ে যান ছকিনা বিবি।

সূত্রের খবর, দেগঙ্গার বেলপুরের বাসিন্দা ছকিনা বিবির একটি ছাগল বৃহস্পতিবার সকালে তিনটি বাচ্চা প্রসব করে। ওই ছাগলটির তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চার দুটি মুখ তিনটি চোখ দেখা যায়। তা দেখে তিনি হতবাক হয়ে যান ছকিনা বিবি।

4 / 6
ছকিনা জানান যে মুখ দিয়ে ছাগলের বাচ্চাটিকে খাওয়ানো হচ্ছে অন্য মুখ দিয়ে তা বেরিয়ে যাচ্ছে। এই কথা জানাজানি হতেই গ্রামের মানুষ দলে দলে ছুটে আসেন ছাগলের বাচ্চাটিকে দেখতে।

ছকিনা জানান যে মুখ দিয়ে ছাগলের বাচ্চাটিকে খাওয়ানো হচ্ছে অন্য মুখ দিয়ে তা বেরিয়ে যাচ্ছে। এই কথা জানাজানি হতেই গ্রামের মানুষ দলে দলে ছুটে আসেন ছাগলের বাচ্চাটিকে দেখতে।

5 / 6
তবে বাচ্চাটির এখনও পর্যন্ত হাঁটা-চলা করার কোনও ক্ষমতা নেই বলে জানা যাচ্ছে। গ্রামের বাসিন্দাদের একটা বড় অংশের দাবি এর পিছনে কোনও অলৌকিক কারণ রয়েছে। হাত থাকতে পারে ঈশ্বরের। এলাকার পশু চিকিৎসক আয়েশা খাতুন বলেন, “এই ধরনার ঘটনা অতীতে নজরে পড়েনি। এর প্রকৃত কারণ কী আমরা খতিয়ে দেখছি।”

তবে বাচ্চাটির এখনও পর্যন্ত হাঁটা-চলা করার কোনও ক্ষমতা নেই বলে জানা যাচ্ছে। গ্রামের বাসিন্দাদের একটা বড় অংশের দাবি এর পিছনে কোনও অলৌকিক কারণ রয়েছে। হাত থাকতে পারে ঈশ্বরের। এলাকার পশু চিকিৎসক আয়েশা খাতুন বলেন, “এই ধরনার ঘটনা অতীতে নজরে পড়েনি। এর প্রকৃত কারণ কী আমরা খতিয়ে দেখছি।”

6 / 6
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা আদপে একটা জন্মগত ক্রুটি। যার পোশাকি নাম পলিমেলিয়া। পলিমেলিয়া আদতে এমন একটি জন্মগত ত্রুটি যাতে আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর স্বাভাবিক সংখ্যার চেয়ে বেশি অঙ্গ থাকে শরীরে।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা আদপে একটা জন্মগত ক্রুটি। যার পোশাকি নাম পলিমেলিয়া। পলিমেলিয়া আদতে এমন একটি জন্মগত ত্রুটি যাতে আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর স্বাভাবিক সংখ্যার চেয়ে বেশি অঙ্গ থাকে শরীরে।

Next Photo Gallery