Sandeshkhali: ‘তিন জন মিলে আমার কাপড় ছিঁড়ে, সেই কাপড় দিয়েই…’ ভয়ঙ্কর রাতের কথা শোনালেন সন্দেশখালির গৃহবধূ

Sourav Dutta | Edited By: Soumya Saha

May 16, 2024 | 12:01 PM

Sandeshkhali: মহিলা জানাচ্ছেন, তিনি পুকুরের ধারে পড়ে যাওয়ার পর তাঁর মুখ বেঁধে দেওয়ার হয়েছিল। নিগৃহীতা ওই মহিলা বলেন, "আমি পড়ে যাওয়ার পর আমার কাপড় ছিঁড়ে মুখ বেঁধে দিয়েছিল। হাত দুটোও পিঠের পিছন দিক দিয়ে বেঁধে দিয়েছিল সেই কাপড় দিয়ে।"

Sandeshkhali: তিন জন মিলে আমার কাপড় ছিঁড়ে, সেই কাপড় দিয়েই... ভয়ঙ্কর রাতের কথা শোনালেন সন্দেশখালির গৃহবধূ
সন্দেশখালির প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: রাতের অন্ধকারে ফের সন্দেশখালিতে মহিলা নিগ্রহের অভিযোগ। বুধবার রাতে গ্রামের এক মহিলাকে টেনে হিঁচড়ে টানতে টানতে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ উঠছে। টিভি নাইন বাংলাকে ওই মহিলা জানিয়েছেন, “তখন বাইরে কুকুর ডাকাডাকি করছিল। আমি এক পা, দুই পা করে বাড়ির বাইরে বেরোলাম। ঠিক সঙ্গে সঙ্গে পিছন থেকে এসে একজন আমার মুখ চেপে ধরে। তারপর তিনজন মিলে আমাকে টানাটানি করে পুকুর পাড়ে নিয়ে যায়। টানাটানির সময় আমি পড়ে যাই পুকুর পাড়ে।”

মহিলা জানাচ্ছেন, তিনি পুকুরের ধারে পড়ে যাওয়ার পর তাঁর মুখ বেঁধে দেওয়ার হয়েছিল। নিগৃহীতা ওই মহিলা বলেন, “আমি পড়ে যাওয়ার পর আমার কাপড় ছিঁড়ে মুখ বেঁধে দিয়েছিল। হাত দুটোও পিঠের পিছন দিক দিয়ে বেঁধে দিয়েছিল সেই কাপড় দিয়ে… ওরা ভেবেছিল কাউকে একজনকে মেরে ফেললে, বা ধর্ষণ করলে সন্দেশখালিতে সব মায়েরাই হয়ত মুখ বন্ধ করে ফেলবে। কিন্তু সেটা ভগবানের ইচ্ছায় হয়নি।”

গতরাতের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কোনওক্রমে রেহাই পেয়েছেন বলে দাবি মহিলার। এরপর আজ সকালে তিনি সন্দেশখালি থানায় যান। পুলিশের কাছে নিজের অভিযোগ জানান। টিভি নাইন বাংলাকে ওই মহিলা জানিয়েছেন, তিনি আইনি ব্যবস্থা নিতে চান। পুলিশ কী পদক্ষেপ করে, তা দেখার জন্য তিনি ২৪ ঘণ্টা অপেক্ষা করবেন, এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন ওই মহিলা।

 

Next Article