AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Youth commits suicide : শ্বশুরবাড়ি থেকে ফিরে রুমের দরজা বন্ধ করল যুবক, সকালে যা দেখল পরিবার…

Youth commits suicide : মৃতের পরিবারের বক্তব্য, স্ত্রী অনুশ্রীর সঙ্গে প্রায়ই ঝামেলা হত সায়নের। স্বামীকে মানসিক অত্যাচার করতেন অনুশ্রী। ঝামেলা করে প্রায়ই বাপের বাড়ি চলে যেতেন।

Youth commits suicide : শ্বশুরবাড়ি থেকে ফিরে রুমের দরজা বন্ধ করল যুবক, সকালে যা দেখল পরিবার...
কান্নায় ভেঙে পড়েছেন মৃত যুবকের স্ত্রী
| Edited By: | Updated on: Apr 17, 2022 | 2:49 PM
Share

বসিরহাট : শ্বশুরবাড়ি গিয়েছিলেন। গভীর রাতে ফিরে রুমের দরজা বন্ধ করে দিয়েছিলেন। আজ সকালে বাড়ির লোকজন ডাকাডাকি করেন। কিন্তু, ঘরের ভিতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার করল যুবকের। বসিরহাটের হাড়োয়া থানার খাসবালাণ্ডা গ্রাম পঞ্চায়েতের রায়খাঁ গ্রামের ঘটনা। মৃতের নাম সায়ন ঘোষ(২৪)।

স্থানীয় বাসিন্দারা জানান, বছর চব্বিশের সায়ন পেশায় গাড়ি চালক ছিলেন। বছর দেড়েক আগে তাঁর বিয়ে হয়। গতকাল তিনি শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। গভীর রাতে আচমকা বাড়ি ফিরে আসেন। তারপর আজ সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে হাড়োয়া থানার পুলিশ। হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত যুবকের পরিবারের বক্তব্য, স্ত্রী অনুশ্রীর সঙ্গে প্রায়ই ঝামেলা হত সায়নের। স্বামীকে মানসিক অত্যাচার করতেন অনুশ্রী। ঝামেলা করে প্রায়ই বাপের বাড়ি চলে যেতেন। স্ত্রীর মানসিক অত্যাচারেই সায়ন আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের অভিযোগ। তারা থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও অনুশ্রীর দাবি, তাঁদের মধ্যে কোনও ঝগড়া ছিল না। সম্পর্ক ভাল ছিল। কেন তাঁর স্বামী আত্নহত্যা করলেন, তা তিনি বুঝতে পারছেন না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সায়নের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। ঘটনার পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে।

আরও পড়ুন : Panihati Councillor Death: খুনে ব্যবহৃত অস্ত্র পাঠিয়েছিল সে, পানিহাটি কাউন্সিলর খুনে পাটনা থেকে ধৃত ১