নরেন্দ্রপুর: বাংলায় বন্দুকরাজ যেন থামছেই না। কথায়-কথায় যেন গুলি চলছে। এবার খাস কলকাতায় অঘটন। নরেন্দ্রপুরে বাড়িতে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ।
রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের নস্করপুরের ঘটনা। সেখানে বছর ৩৭-এর যুবকের দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে মৃতের নাম ভোলা দাস। তাঁর বাড়ি থেকেই গুলিবিদ্ধ অবস্থায় নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশ তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ভোলা দাস মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, হয়ত নিজেই আত্মঘাতী হয়েছেন তিনি।
তবে প্রশ্ন উঠছে, বাড়ির ভিতরেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ভোলা। অথচ পাশের ঘরেই তাঁর দাদারা থাকেন তাঁরা শব্দ শুনতেই পেলেন না। পাশাপাশি দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও কেউ একবারও জানতেই পারলেন না? এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
যদিও, এই বিষয়ে ভোলাবাবুর দাদা জানান, ‘মাঝরাতে ছেলে বাথরুম করতে উঠেছিল। সেই সময় আচমকা দরজার বাইরে দেখি রক্ত। তারপরই দরজা খুলে ভিতরে ঢুকে দেখি আলমারিতে হেলান দিয়ে পড়ে রয়েছে।
বস্তুত, আজ উত্তর ২৪ পরগনার শ্যামনগর ২৬ রেলগেট পল্লী। সেখানেই চলে গুলি। মৃত্যু হয় রোহিত দাস নামে এক যুবকের। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত্রিবেলা খাওয়া-দাওয়ার পর বাড়ি থেকে বের হন রোহিত। সেই সময় আচমকা দুষ্কৃতী এসে একটি গুলি করে তাঁর পেটে। ছেলের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন বাবা। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গোলঘর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।