Kestopur Canal: লোহার ব্রিজ থেকে কেষ্টপুর খালে ঝাঁপ যুবকের, দেহের খোঁজে চলছে তল্লাশি

Ranjit Dhar | Edited By: অংশুমান গোস্বামী

Sep 16, 2023 | 11:06 PM

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে রাতের দিকে টহল দিচ্ছিল পুলিশ। সে সময় গৌতম মদ্যপ অবস্থায় অন্য বাইক খোলার চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ। গৌতমের বাইকও পাশেই ছিল। কিন্তু সেই বাইকের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই যুবক। তখন পুলিশ সেই গৌতমের বাইক আটক করে নিয়ে যায়।

Kestopur Canal: লোহার ব্রিজ থেকে কেষ্টপুর খালে ঝাঁপ যুবকের, দেহের খোঁজে চলছে তল্লাশি
যুবকের দেহের খোঁজে চলছে তল্লাশি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কেষ্টপুর উদয়ন পল্লীতে লোহার ব্রিজ থেকে খালে পড়ে গিয়ে নিখোঁজ যুবক। নিখোঁজ যুবকের নাম গৌতম মল্লিক। তিনি উদয়নপল্লী এলাকার বাসিন্দা। শনিবার সন্ধ্যা বেলা আচমকা কেষ্টপুর বাগজোলা খালে পড়ে যান তিনি। স্থানীয় বাসিন্দাদের থেকে সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। তার পর ডুবুরি নামিয়ে ওই যুবকের দেহের খোজে কেষ্টপুর খালে তল্লাশি চালানো হচ্ছে। কেন ওই যুবক ঝাঁপ মেরেছেন তা অবশ্য স্পষ্ট নয়। ঘটনা নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। জানা গিয়েছে, গৌতম মল্লিক নামের ওই যুবক অনলাইন ডেলিভারির কাজ করেন। দিন দুয়েক আগে তাঁর বাইকটি আটক করে পুলিশ। তার পরই ঘটল এই ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে রাতের দিকে টহল দিচ্ছিল পুলিশ। সে সময় গৌতম মদ্যপ অবস্থায় অন্য বাইক খোলার চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ। গৌতমের বাইকও পাশেই ছিল। কিন্তু সেই বাইকের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই যুবক। তখন পুলিশ সেই গৌতমের বাইক আটক করে নিয়ে যায়। থানায় বৈধ কাগজ দেখিয়ে বাইক নিয়ে যেতে বলে।

ওই যুবকের পরিবারের লোকের অভিযোগ, বাইক থানায় জমা থাকায় অবসাদে ভুগছিল গৌতম। সেই থেকেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মনে করছেন পরিবারের লোকেরা।

Next Article