TV9 বাংলা ডিজিটাল: গত কয়েকদিনে রাজ্য রাজনীতির সবটুকু লাইম লাইট নিজের দিকে ঘুরিয়ে রেখেছেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তাঁর দলে থাকা নিয়ে ইতিমধ্যেই হাজার গুঞ্জন। তার থেকেও বড় গুঞ্জন তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে। আর এসবের মধ্যেই বিতর্কের আগুন আরও খানিকটা উস্কে দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। জানিয়ে দিলেন, শুধু শুভেন্দু নয়, আরও পাঁচ তৃণমূল সাংসদ যে কোনও সময় দল ছাড়তে পারেন। তালিকায় রাখলেন দমদমের সাংসদ সৌগত রায় (Sougata Roy)-এর নামও।
ব্যারাকপুর শিল্পাঞ্চলের একটা বড় অংশে অবাঙালিদের বসবাস। শনিবার ছটপুজো উপলক্ষে এলাকার গঙ্গার বিভিন্ন ঘাটে ছিল সূর্য উপাসকদের ভিড়। এদিন নৌকায় চেপে জনসংযোগে বেরিয়েছিলেন অর্জুন সিং (Arjun Singh)। পুজো করতে আসা মানুষদের ছটের শুভেচ্ছা জানান তিনি। সেখানেই বিস্ফোরক দাবি করে তিনি বলেন, শুভেন্দু তো বিজেপিতে যাচ্ছেনই, সঙ্গে আছেন আরও পাঁচ তৃণমূল সাংসদ। নাম রয়েছে সৌগত রায়ের।
অর্জুন সিং বলেন, “শুভেন্দু অধিকারী একজন জননেতা। তাঁকে যেভাবে অপমানিত করা হচ্ছে আর এক মিনিটও তৃণমূলে থাকা উচিৎ নয়। পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারী যেদিন ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে।”
আরও পড়ুন: আতঙ্কের নাম বুনো শুয়োর, জখম ৫, নাজেহাল বনকর্মীরা
এরপরই বিজেপি (BJP) সাংসদ দাবি করেন, “পাঁচজন তৃণমূল সাংসদ যে কোনও মুহূর্তে দল ছাড়তে পারেন।” একইসঙ্গে অর্জুনের বিস্ফোরক মন্তব্য,”সৌগত রায় শুধু ক্যামেরার সামনেই তৃণমূল তৃণমূল বলে চেঁচামেচি করেন। ক্যামেরা সরিয়ে নিলে তিনিও দলবদলের তালিকায় নাম লেখাবেন।”
আরও পড়ুন: প্রেমিকার ফোন পেয়ে ছুটে গিয়ে জুটল মার, নার্সিংহোমে রক্তাক্ত যুবক
সৌগত রায় অবশ্য অর্জুন সিংয়ের এই দাবিকে নস্যাৎ করে দিয়ে বলেছেন, “রাজনীতি ছেড়ে দেব। মরে যাব, তবু বিজেপিতে যাব না। আমি বিজেপিকে আদ্যন্ত সাম্প্রদায়িক রাজনৈতিক দল বলে মনে করি।” সৌগত রায়ের কথায়, মিথ্যা কথা রটানো বিজেপির একটা কৌশল। অমিত মালব্যকে তারা সে জন্যই বাংলায় এনেছে। অর্জুনের এই ধরনের মন্তব্যকে ‘আরএসএস মার্কা ডিস ইনফরমেশন’ বলেই দাবি বর্ষীয়ান এই তৃণমূল সাংসদের।