AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আতঙ্কের নাম বুনো শুয়োর, জখম ৫, নাজেহাল বনকর্মীরা

TV9 বাংলা ডিজিটাল: হাতি, বাইসন নয়, এবার বুনো শুয়োরের (Wild Pig) আতঙ্কে কাঁপছে গোটা আলিপুরদুয়ার (Alipurduar)। ইতিমধ্যেই মারাত্মকভাবে জখম হয়েছেন ৫ জন। ফালাকাটা ময়রাডাঙ্গা গ্রামে গত কয়েকদিন আগে একটি বুনো শুয়োর ঢুকে পড়েছে। শনিবার পর্যন্ত রাস্তায় কাজে বেরিয়ে শুয়োরের হানায় জখম হয়েছেন ৫ জন। এর মধ্যে গৌর দাস নামে এক প্রৌঢ়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ফালাকাটা […]

আতঙ্কের নাম বুনো শুয়োর, জখম ৫, নাজেহাল বনকর্মীরা
প্রতীকী ছবি
| Updated on: Nov 22, 2020 | 7:52 AM
Share

TV9 বাংলা ডিজিটাল: হাতি, বাইসন নয়, এবার বুনো শুয়োরের (Wild Pig) আতঙ্কে কাঁপছে গোটা আলিপুরদুয়ার (Alipurduar)। ইতিমধ্যেই মারাত্মকভাবে জখম হয়েছেন ৫ জন।

ফালাকাটা ময়রাডাঙ্গা গ্রামে গত কয়েকদিন আগে একটি বুনো শুয়োর ঢুকে পড়েছে। শনিবার পর্যন্ত রাস্তায় কাজে বেরিয়ে শুয়োরের হানায় জখম হয়েছেন ৫ জন। এর মধ্যে গৌর দাস নামে এক প্রৌঢ়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দফতরকে। গ্রামে গিয়েছেন জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা। বুনো শুয়োরটিকে এখনও পর্যন্ত বাগে আনা সম্ভব হয়নি। তবে ভয়ে সিঁটিয়ে রয়েছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: তদন্তের মাঝেই ফের বিস্ফোরণ সুজাপুরের প্লাস্টিক কারখানায়!

স্থানীয়দের কথায়, এর আগে জঙ্গল থেকে হাতি, বাইসন ঢুকে পড়েছে গ্রামে। আখছার এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু বুনো শুয়োরের এই উপদ্রব শেষ কবে হয়েছিল, তা স্মৃতি হাতড়েও মনে করতে পারছেন না তাঁরা।