Alipurduar: হঠাৎ করে হাজির হাতি, শুঁড়ে পেঁচিয়ে মেরে ফেলল ৩ জনকে

মধ্য ছেকামাড়ি এলাকার বাসিন্দা কাদের আলি। বৃহস্পতিবার সন্ধেয় বাজার করে ঘরে ফিরছিলেন তিনি। বাড়ির সামনে এক মাকনা হাতি আচমকা তার উপর হামলা চালায়। এই ঘটনায় কাদের মারাত্মক ভাবে জখম হন। দ্রুত তাঁকে এলাকার বাসিন্দারা উদ্ধার করে মাদারিহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

Alipurduar: হঠাৎ করে হাজির হাতি, শুঁড়ে পেঁচিয়ে মেরে ফেলল ৩ জনকে
আলিপুরদুয়ারে মর্মান্তিক ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 23, 2025 | 11:23 AM

আলিপুরদুয়ার: বুনো হাতির হামলা। মৃত্যু একাধিকের। জানা গিয়েছে, জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাট এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে এক শিশু সহ তিনজন মহিলার। জানা যাচ্ছে,পৃথক দু’টি ঘটনায় ওই তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে প্রথমে আলিপুরদুয়ার মাদারিহাটের ছেকামারী এলাকায় এই ঘটনা ঘটে। বাড়ির সামনে মাকনা হাতির হানায় মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের নাম কাদের আলি। এই ঘটনায় বুধবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, মধ্য ছেকামাড়ি এলাকার বাসিন্দা কাদের আলি। বৃহস্পতিবার সন্ধেয় বাজার করে ঘরে ফিরছিলেন তিনি। বাড়ির সামনে এক মাকনা হাতি আচমকা তাঁর উপর হামলা চালায়। এই ঘটনায় কাদের মারাত্মক ভাবে জখম হন। দ্রুত তাঁকে এলাকার বাসিন্দারা উদ্ধার করে মাদারিহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

এরপর গভীর রাতে ঘটে আরও একটি ঘটনা। জানা গিয়েছে, মধ্য খয়েরবাড়ি এলাকায় বাড়ির উঠোনে দেড় বছরের কন্যা সন্তান লক্ষী মুণ্ডকে কোলে নিয়ে বাড়ির অন্যদের সঙ্গে গল্প করছিলেন মা সোনিয়া মুণ্ডা। সেই সময় আচমকা হাতি আসে। আর তারপর মা ও শিশু সন্তানকে শুঁড় দিয়ে পেঁচিয়ে তুলে নিয়ে বাড়ির বাইরে আছড়ে মেরে ফেলে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

এলাকার মানুষজনের দাবি, প্রায় প্রতিদিন সন্ধে হতে না হতেই এলাকায় হাতির উপদ্রব শুরু হচ্ছে এলাকায়। একদম রাস্তার উপর ও বাড়ির মধ্যে চলে আসছে। আর তারপর হামলা চালাচ্ছে। এই ঘটনায় এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত। বুনোহাতি তাড়াতে বনদফতর পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় বনদফতরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে।