Daspur Fire: বিয়েতে ফাটানো বাজির ফুলকি এসে পড়ল বাড়িতে, আর তারপরই সব শেষ

Daspur Fire: ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রামে। বাড়ির মালিকের নাম মনোজ রায়। তাঁর গোটা বাড়ি পুড়ে গিয়েছে আগুনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাশের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছিল।

Daspur Fire: বিয়েতে ফাটানো বাজির ফুলকি এসে পড়ল বাড়িতে, আর তারপরই সব শেষ
জ্বলে গেল আস্ত বাড়িImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 13, 2025 | 11:13 PM

দাসপুর: বিয়েবাড়ি মানেই হইহই-উত্তেজনা-আনন্দ। অনেক সময়ই দেখা যায় বিয়ে বাড়িতে বর ঢুকলে বা বিয়ের অনুষ্ঠান চলাকালীন বাজি ফাটানো হয়। কিন্তু সেই মজার পরিণতি যে সব সময় ভাল হয় না মঙ্গলবারের ঘটনাই তার প্রমাণ। বিয়ে বাড়িতে ফাটানো আতসবাজির আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই গোটা বসতবাড়ি।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রামে। বাড়ির মালিকের নাম মনোজ রায়। তাঁর গোটা বাড়ি পুড়ে গিয়েছে আগুনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাশের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছিল। সেই উপলক্ষে আতশবাজি ফাটানো হচ্ছিল। কোনওভাবে সেই আতশবাজির ফুলকি গিয়ে পড়ে মনোজবাবুর বাড়ির ছাদে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িটি। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। খবর যায় দাসপুর থানায়ও। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মনোজ বাবু সহ তার পরিবার ওই বাড়িতেই থাকতেন। একটিমাত্র মাটির বাড়িই তাদের ছিল থাকার আশ্রয় ছিল। এখনও সেটি হারিয়ে কার্যত নিঃস্ব তাঁরা। এক প্রতিবেশী বলেন, “মনোজবাবু বলেন, “পাশের বাড়িতে বিয়ে ছিল। ওদের বাড়িতে কেউ বাজি ফাটিয়েছিল। সেখান থেকে আগুন ছিটকে এসে পড়ে। তারপরই আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে দমকলকে ফোন করা হয়। এই বাড়িতে প্রায় পাঁচজন থাকত। তবে কারও ক্ষতি হয়নি।”