Diamondharbar: প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সানশেড, পুরনো বাড়ি সারাই করতে গিয়ে অবলীলায় চলে গেল প্রাণ

Diamondharbar: দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ডহারবারের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম হৃদয় হালদার। জানা গিয়েছে, লালবাটি এলাকার বাসিন্দা রবীন ঘড়ুইয়ের পুরনো বাড়ি সারাইয়ের কাজ চলছিল।

Diamondharbar: প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সানশেড, পুরনো বাড়ি সারাই করতে গিয়ে অবলীলায় চলে গেল প্রাণ
কান্নায় ভেঙে পড়েছে মৃতের মাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 22, 2023 | 1:05 PM

ডায়মণ্ডহারবার: পুরনো বাড়ি সারানোর বরাত পেয়েছিলেন দুই রাজমিস্ত্রি। তবে তা যে এভাবে বিপদ ডেকে আনবে কে ভেবেছিল। বাড়ি সারাতে গিয়ে হঠাৎ সানশেড ভেঙে নিচে পড়ে মৃত্যু এক রাজমিস্ত্রির। ছেলের আচমকাই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মা।

দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ডহারবারের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম হৃদয় হালদার। জানা গিয়েছে, লালবাটি এলাকার বাসিন্দা রবীন ঘড়ুইয়ের পুরনো বাড়ি সারাইয়ের কাজ চলছিল। সেই বাড়ি সারাইয়ের বরাত পান পাঁচ-ছ’জন রাজমিস্ত্রি। তাঁদের মধ্যে হদয় হালদান ও দেবনাথ নামে দু’জন ছিলেন।

এ দিন সকাল থেকেই প্রবল বৃষ্টি হচ্ছিল ডায়মণ্ডহারবারে। হঠাৎই বৃষ্টির জন্য ভেঙে পড়ে বাড়ির একটি অংশ। আর তখন বাড়িটি সারাইয়ের কাজে ব্যস্ত ছিলেন হৃদয় ও দেবনাথ। আচমকাই সানশেড ভেঙে পড়ে তাঁদের মাথার উপর।

দ্রুত তাঁদের উদ্ধার করে ডায়মণ্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হৃদয়কে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, দেবনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আচমকা এই ঘটনা ঘটায় শোকস্তব্ধ গোটা গ্রাম।

মৃতের মা বলেন, “রাজমিস্ত্রির কাজে ছেলে গিয়েছিল ছেলে। দুজন মিলে কাজ করছিল। তখনই আচমকা ভেঙে পড়েছে। আমি ভাবতেই পারছি না ছেলেটা আর নেই।”