Tamluk: জটা কাটার অভিযোগ, ধারাল অস্ত্র নিয়েও ‘হামলা’, আহত সাধু হিরণ্ময়ের অবস্থা আশঙ্কাজনক

Monk Harassed: কলকাতায় আসার আগে হিরণ্ময় বলেন, "কেমন রাজনীতির মানুষ হতে হয় তা শুভেন্দুবাবুর কাছে শেখা উচিত। উনি একজন সাধুর পাশে দাঁড়ালেন। একজন সনাতনীর পাশে দাঁড়ালেন। এইভাবে ধর্মের পাশে যে দাঁড়ায় সেই রাজনীতিবিদ।

Tamluk: জটা কাটার অভিযোগ, ধারাল অস্ত্র নিয়েও হামলা, আহত সাধু হিরণ্ময়ের অবস্থা আশঙ্কাজনক
হিরণ্ময় গোস্বামীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 02, 2025 | 3:47 PM

তমলুক: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সন্ন্যাসী হিরণ্ময় গোস্বামীর উপর প্রাণঘাতী হামলার অভিযোগ ওঠে। তমলুক থেকে তাঁকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। আহত সাধু এই মুহূর্তে চিকিৎসাধীন কলকাতার হাসপাতালে। ইতিমধ্যেই তাঁর উপর আক্রমণের প্রতিবাদে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন সাধুরা।

কলকাতায় আসার আগে হিরণ্ময় বলেন, “কেমন রাজনীতির মানুষ হতে হয় তা শুভেন্দুবাবুর কাছে শেখা উচিত। উনি একজন সাধুর পাশে দাঁড়ালেন। একজন সনাতনীর পাশে দাঁড়ালেন। এইভাবে ধর্মের পাশে যে দাঁড়ায় সেই রাজনীতিবিদ। সেই আসলে রাজ নেতা।” এরপর তিনি এও বলেন, “আমায় তাড়াতাড়ি সুস্থ হতে হবে। সামনেই দাসপুরের ধরমপুর গ্রামে ভগবত গীতার কর্মসূচি আছে। সেই কারণে কলকাতায় যেতে হচ্ছে।”

বস্তুত,হিরণ্ময় গোস্বামীর উপর হামলার বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে বিজেপি। তাদের অভিযোগ, সোমবার রাতে ধর্মীয় কর্মসূচি শেষের পর ওই সাধু বেরিয়ে এসে রাস্তা দিয়ে যখন হাঁটছিলেন। সেই সময়ে দু’জন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ।
কাঁচি দিয়ে হিরন্ময়ের জটা কেটে দেওয়া হয় বলে দালি বিজেপির। গলায় দড়ি দিয়ে পিছন থেকে পেঁচিয়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই ধর্মগুরুকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় নিয়ে আসা হয়েছে কলকাতার হাসপাতালে।