Police: চা বিক্রেতাকে কিডন্যাপ করলেন খোদ পুলিশ কর্মী, চাইলেন ৩০ লক্ষ টাকা, CP বললেন….

Police: পুলিশ সূত্রে খবর, বৈদ্যবাটি পদ্মাবতী কলোনীর বাসিন্দা তারক ভৌমিক (৬৪)। তাঁর একটি চায়ের দোকান রয়েছে হুগলির পিয়ারাপুর দিল্লি রোডের পাশে। পরিবারের দাবি, সোমবার ভোরে নিজের দোকান থেকে বৃদ্ধকে একটি গাড়ি অপহরণ করে।

Police: চা বিক্রেতাকে কিডন্যাপ করলেন খোদ পুলিশ কর্মী, চাইলেন ৩০ লক্ষ টাকা, CP বললেন....
খোদ পুলিশ কর্মী কিডন্যাপার?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 15, 2025 | 4:58 PM

বৈদ্যবাটি: ভোরবেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে অপহরণ। তিরিশ লক্ষ টাকা মুক্তিপণের দাবি। পরে মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। উদ্ধার অপহৃত ব্যবসায়ী। তবে তাজ্জব হবেন শুনে, যে এই ঘটনা যিনি ঘটিয়েছেন, তিনি একজন পুলিশকর্মী। অর্থাৎ, কিডন্যাপ করার অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে। বিষয়টি জানালেন খোদ সিপি। অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মীর নাম অশোক দাস।

পুলিশ সূত্রে খবর, বৈদ্যবাটি পদ্মাবতী কলোনীর বাসিন্দা তারক ভৌমিক (৬৪)। তাঁর একটি চায়ের দোকান রয়েছে হুগলির পিয়ারাপুর দিল্লি রোডের পাশে। পরিবারের দাবি, সোমবার ভোরে নিজের দোকান থেকে বৃদ্ধকে একটি গাড়ি অপহরণ করে। তারপর
বাড়িতে ফোন করে তিরিশ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। শ্রীরামপুর থানায় অভিযোগ করে বৃদ্ধের পরিবার। পুলিশ তদন্তে নামে। রাতে আবারও মুক্তিপণ চেয়ে ফোন আসে।সেই ফোনের লোকেশান দেখে শেওড়াফুলি স্টেশন থেকে অভিযুক্ত কিডন্যাপার অশোক দাসকে গ্রেফতার করে পুলিশ। অপহৃত বৃদ্ধের এক মেয়ে জানান, “আমার বাবার তো কারও সঙ্গে শত্রুতা নেই। তাহলে কেন এমন করল জানি না। আমি চাই দোষীরা উপযুক্ত শাস্তি

পুলিশ সূত্রে খবর, অশোক দাস একজন পুলিশ কর্মী। চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত। অভিযুক্তের বাড়ি শেওড়াফুলি রাজার বাগান এলাকায়। অপহৃত বৃদ্ধকে হাত বাধা অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, অপহৃত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয় মাদক মামলায়। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, “অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হবে। উনি অনেক ধার করে ফেলেছিলেন। সেই ধার পরিশোধ করতেই এই কাজ করেছেন।”