Katwa: ২২০০ জনের মধ্যে ১০০০ জনেরই ডাক পড়ল শুনানিতে, পথে নামলেন গ্রামবাসী

Purba Medinipur: ওই গ্রামের দুই বিএলও বলেন,"আমরা প্রথম দিন দেখেছিলাম ১০৮ জন আসবে। পরের দিন বেড়ে হয়ে গেল ২৩৬। তারপর গতকাল অবধি ৩৩৬ পেরিয়ে গিয়েছে। আর দক্ষিণ পাটেও ১৮০ মতো ছিল। তারপর ৩৫০ আরও বেড়ে ৪২০-৪২৫ হয়েছে। আর কমিশনের নির্দেশ মতো কাজ করে যাচ্ছি। এত কেন মানুষকে আসতে হচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। ২৮১ নম্বর বুথে ৯৮৪ ভোটার। ২৮২-তে ১২১৬ ভোটার রয়েছেন।"

Katwa: ২২০০ জনের মধ্যে ১০০০ জনেরই ডাক পড়ল শুনানিতে, পথে নামলেন গ্রামবাসী
অর্ধেক নাম শুনানিতেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 12, 2026 | 4:37 PM

কাটোয়া: নোবেল জয়ী অর্মত্য সেন, কবি জয় গোস্বামী, কলকাতার প্রাক্তন সিপি, অভিনেতা দেব, প্রাক্তন সেনা জওয়ান থেকে শুরু করে অনেকেই ডাক পেয়েছেন এসআইআর (SIR) এর শুনানিতে। আর এই আবহের মধ্যেই এবার দু’টি বুথ মিলিয়েই গ্রামের জনসংখ্যা ২২০০ জন। অভিযোগ,এই ২২০০ এর মধ্যে ১০০০-এর উপর মানুষজনদের SIR-এর নোটিস পাঠানো হয়েছে। এদের কারও নাম নেই ২০০২ সালের তালিকায়? কী বললেন বিএলও?

ওই গ্রামের দুই বিএলও বলেন,”আমরা প্রথম দিন দেখেছিলাম ১০৮ জন আসবে। পরের দিন বেড়ে হয়ে গেল ২৩৬। তারপর গতকাল অবধি ৩৩৬ পেরিয়ে গিয়েছে। আর দক্ষিণ পাটেও ১৮০ মতো ছিল। তারপর ৩৫০ আরও বেড়ে ৪২০-৪২৫ হয়েছে। আর কমিশনের নির্দেশ মতো কাজ করে যাচ্ছি। এত কেন মানুষকে আসতে হচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। ২৮১ নম্বর বুথে ৯৮৪ ভোটার। ২৮২-তে ১২১৬ ভোটার রয়েছেন।”

এক গ্রামবাসী বলেন, “আরে খালি বলে যাচ্ছে আমাদের আধার কার্ড-ভোটার কার্ড সবেতে ভুল রয়েছে। আমাদের ভুল, আমাদের ছেলেদের ভুল, আমাদের সবার ভুল খালি এই সব বলছে। এত হেনস্থা কেন সহ্য করব?” এরপরই গ্রামে শুনানির দাবি নিয়ে কাটোয়া বর্ধমান রোডে গাঙ্গুল ডাঙ্গায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা।

বস্তুত, কাটোয়া বিধানসভার ২৮১ এবং ২৮২ নম্বর বুথ। অভিযোগ এই দুটি বুথে এক হাজারের ওপর মানুষজনদের হেয়ারিংয়ের নোটিস পাঠানো হয়েছে। এরই প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধে সামিল হন গ্রামের পুরুষ ও মহিলারা। রাস্তা অবরোধের জেরে দুই পাশের প্রচুর যানবাহন এই মুহূর্তে আটকে রয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে হয়রানি করানোর জন্যই গ্রামের অর্ধেক মানুষজনদের শুনানির নোটিস পাঠানো হয়েছে।