মালদহে পৌঁছলেন নাড্ডা, আজ রাজ্যে শুরু ‘পরিবর্তন যাত্রা’

Feb 06, 2021 | 11:45 AM

ইতিমধ্যেই এই পরিবর্তন যাত্রা ঘিরে উন্মাদনায় ফুটছে বঙ্গ বিজেপি শিবির। 

মালদহে পৌঁছলেন নাড্ডা, আজ রাজ্যে শুরু ‘পরিবর্তন যাত্রা’
শুক্রবার রাতে দমদম বিমানবন্দরে জেপি নাড্ডা।

Follow Us

কলকাতা: ডিসেম্বর, জানুয়ারির পর ফেব্রুয়ারি। ফের বঙ্গসফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন মালদহে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমে জনসভা, তারপর মেগা র‍্যালি। শেষে নবদ্বীপে পরিবর্তন যাত্রায় যোগ দেবেন তিনি। থাকবেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়ও। ইতিমধ্যেই মালদহে পৌঁছেছেন জেপি নাড্ডা। প্রথমে যাবেন ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউটে। সেখান থেকে সাহাপুরে কৃষক সুরক্ষা অভিযানে যোগ দেবেন। কৃষকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ সেরে সাড়ে ১২টা নাগাদ পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

নজর একুশের নির্বাচন। পাখির চোখ রাজ্য বিধানসভা। সেই লক্ষ্যেই এদিন থেকে শুরু হবে বিজেপির পরিবর্তন যাত্রা। শনিবার বিকেলে নবদ্বীপ থেকে এই যাত্রার সূচনা করবেন জেপি নাড্ডা। এরপর মুর্শিদাবাদ হয়ে উত্তর ২৪ পরগনার পথে এগোবে তা।

একটি বড় বাস। তার গায়ে লেখা থাকবে পরিবর্তন যাত্রা। বাসের উপরের অংশ খোলা। বাসে থাকবে মাইক্রোফোন, স্পিকার। চাইলে কোনও জায়গায় দাঁড়িয়ে বক্তব্যও রাখতে পারবেন দলীয় নেতারা। ইতিমধ্যেই এই পরিবর্তন যাত্রা ঘিরে উন্মাদনায় ফুটছে বঙ্গ বিজেপি শিবির।

আরও পড়ুন: আজ দেশজুড়ে চাক্কা জ্যামের ডাক অন্নদাতাদের, নিরাপত্তার ঘেরাটোপে রাজধানী

এই পরিবর্তন যাত্রা নিয়ে আইনি জট কম হয়নি। শর্তসাপেক্ষে এই কর্মসূচির অনুমতি দিয়েছে প্রশাসন। ১৯ দিনের এই যাত্রা নবদ্বীপ হয়ে যাবে মুর্শিদাবাদ। সেখান থেকে নদিয়ার একাংশ ঘুরে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে গিয়ে শেষ হবে। এই যাত্রায় প্রতিদিনই থাকবেন বিজেপির কোনও না কোনও কেন্দ্রীয় নেতৃত্ব। যার সূচনা হবে দলের সর্বভারতীয় সভাপতির হাত ধরে।

Next Article