
দুর্গাপুর: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে পিকআপ ভ্যান। দুর্ঘটনায় মৃত ২ আহত ৪ জন। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের গোপালনগর এলাকায়। জানা গিয়েছে,মৃতদের নাম শেখ আজিজুর রহমান ও সেখ মমিন আখতার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজিজুলের বাড়ি খানাকুলের খুনিয়াচক ও মমিনের বাড়ি খানাকুলের শাবলসিংহপুর গ্রামে। দুর্ঘটনার সময় পিক আপ ভ্যানে মোট ৯ জন ছিল বলে জানা গিয়েছে। তাঁদের আহত অবস্থায় প্রথমে খানাকুল ও পরে আরামবাগ মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রত্যেকেই খানাকুল থেকে একটি পিকআপ ভ্যানে মায়াপুরে গরু কিনতে যাচ্ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা যান্ত্রিক গোলোযোগের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মেরে এই ঘটনা ঘটেছে। যদিও সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, বুধবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর পানাগড় সেনা ছাউনির ৩ নম্বর গেটের কাছে দুটি গাড়ির সংঘর্ষ হয়। বর্ধমান থেকে আসানসোলগামী রাস্তায় ফ্লাইওভারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোবিল বোঝাই ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনার জেরে ট্রাকের সামনের অংশে ট্যাঙ্কারটির পিছনের অংশ ঢুকে যায়। ট্রাকের ভিতরেই চেপ্টে মৃত্যু হয় চালক ও খালাসির।
ইঞ্জিনে আটকে যায় ট্রাকের চালক ও খালাসির দেহ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় দু’জনের দেহ উদ্ধার করে। দুর্ঘটনার জেরে রাস্তায় মোবিল ছড়িয়ে পড়ে। ১৯ নম্বর জাতীয় সড়কের অসানসোলগামী রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।