Asansol Firing: টোটোওয়ালার ‘কীর্তি’! একটা গুলি ছাতুর ঘটিতে, আর একটা বেরল দোকান মালিকের কান ঘেঁষে
Asansol Firing: জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় বিজয়নগরে বাড়ি নিশীথ পাল নামে এক ব্যক্তির। সেখানেই তাঁর ছেলে শিবনাথের ছাতুর শরবতের দোকান। ওই দোকানের পাশে টোটো পার্কিং করেছিল পরেশ ঘোষ নামে এক টোটোচালক।
আসানসোল: টোটো পার্কিংকে কেন্দ্র করে তুমুল বচসা। তার জেরে চলল গুলি। যদিও গোটা ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বুধবার রাত্রিবেলা জামুরিয়ায় ঘটনাটি ঘটেছে। যদিও, এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক যুবক।
কী ঘটেছে?
জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় বিজয়নগরে বাড়ি নিশীথ পাল নামে এক ব্যক্তির। সেখানেই তাঁর ছেলে শিবনাথের ছাতুর শরবতের দোকান। ওই দোকানের পাশে টোটো পার্কিং করেছিল পরেশ ঘোষ নামে এক টোটোচালক। অভিযোগ, বুধবার সন্ধ্যায় গাড়ি রাখাকে কেন্দ্র করে নিশীথ ও শিবনাথের সঙ্গে বচসায় জড়ায় পরেশ। চলে হাতাহাতি। তখনই ওই টোটো চালক তাঁর বন্ধু সাগর পালকে সেখানে ডেকে নিয়ে আসে। সাময়িকভাবে মীমাংসা হয় দু’জনের। অভিযোগ, তবে টোটো চালক দেখে নেওয়ার হুমকি দেন বাবা-ছেলেকে।
এরপর ফের পরেশ ফিরে আসে ওই এলাকায়। অভিযোগ, আচমকা পকেট থেকে রিভলবার বের করে শিবনাথকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি লাগে ছাতুর শরবতের ঘটিতে। অন্যটি কানের পাশ হয়ে চলে যায়। মোট দু রাউন্ড গুলি চলে।
গোটা ঘটনায় জামুরিয়া থানার কেন্দা ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ একটি গুলির খোল উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে ওই টোটো চালকের বন্ধু সাগর পালকে পুলিশ আটক করে। তবে মূল অভিযুক্ত টোটো চালককে খুঁজছে পুলিশ।