Asansol Chaos: ইস্কোর জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, আহত কমপক্ষে ৪

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 14, 2022 | 12:21 PM

Asansol: জানা গিয়েছে, বার্নপুরে রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। বুধবার রাত্রিবেলার দুই পক্ষের সেই সংঘর্ষে আহত অন্ততপক্ষে চারজন।

Asansol Chaos: ইস্কোর জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, আহত কমপক্ষে ৪
আসানসোলে উত্তেজনা (নিজস্ব ছবি)

Follow Us

আসানসোল: সকাল-সকাল উত্তেজনা আসানসোলে। ইস্কোর পরিত্যক্ত জমি দখলকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ-ভাঙচুর।

জানা গিয়েছে, বার্নপুরে রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। বুধবার রাত্রিবেলার দুই পক্ষের সেই সংঘর্ষে আহত অন্ততপক্ষে চারজন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে পনেরো জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বার্নপুরের নরসিংবাঁধ সংলগ্ন মুঙ্গেরিয়া খাটালপাড়ায় ইস্কোর একটি ফাঁকা জমি পড়ে রয়েছে।সেই জমিটি দখলের জন্য দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বাধে। এরপরই এলাকার স্থানীয় বাসিন্দাদের বাড়ি-ঘর ও গাড়ি ভাঙচুর করা হয়। আহত হয়েছে দু’পক্ষের চারজন। তাদেরকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কাউন্সিলর গুরমিত সিং জানান, ‘পরিত্যক্ত জমি। সেই জমি দখল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। ওই এলাকা দখলকে ঘিরে দু’পক্ষের ঝামেলা। এরপর মারপিট শুরু হয়। একে অপরকে মারধর করতে শুরু করে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলি ভাঙচুর করা হয়েছে। দু’পক্ষের লোকজন আহত হয়েছেন। এরা নিজেরা এলাকারই লোক। পুলিশ আটক করেছে কয়েকজনকে। তাদেরকে গ্রেফতার করা হবে বলে জানা যাচ্ছে।’ স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘প্রথমে বুঝতে পারিনি। রাত্রিবেলা আচমকা চিৎকারের শব্দ শুনতে পাই। তারপর বেরিয়ে দেখি ম্যাটাডোর ভাঙচুর করা হয়েছে। কয়েকজন ময়দানে বসে ছিল। তাঁদেরকেও আচমকা মারতে শুরু করে। এমনকী মহিলাদের পর্যন্ত ছাড়েনি। রাস্তায় যে সকল মহিলা ছিল তাঁদের কেও মারধর করা হয়েছে। তবে কী কারণে ঝামেলা করছিল এখনও বুঝতে পারিনি।’

Next Article