আসানসোল: রাত পোহালেই তৃণমূলের শহিদ দিবস। রাজ্য জুড়ে প্রস্তুতি তুঙ্গে। তার আগেই তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের ত্রিবেণী দেবী ভালোটিয়া (টিডিবি) কলেজে। লাঠিসোঁটা, লোহার রড, বাঁশ হাতে কলেজেই চলল বেপরোয়া দাপাদাপি। প্রাক্তন বনাম বর্তমান ছাত্র পরিষদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০-১২ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। মাথায়, বুকে-পিঠে চোট লেগেছে তাঁদের। ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
কলেজ সূত্রে জানা গিয়েছে, বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে প্রাক্তনীদের একটা সমস্যা আগে থেকেই ছিল। নানা ইস্যুতে এর আগেও কলেজ চত্বরে বচসায় জড়িয়েছেন তাঁরা। কিন্তু এদিন তা মাত্রাছাড়া হয়। বর্তমান ছাত্র পরিষদের সদস্যদের অভিযোগ, প্রাক্তনীরা বহিরাগতদের নিয়ে কলেজ চত্বরে প্রবেশ করে। তাঁদের হাতে বাঁশ-লাঠি ছিল। বর্তমান ছাত্র পরিষদের সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কলেজের মধ্যেই কার্যত একে অপরের ওপর হামলা চালাতে থাকেন ছাত্ররা।
সিসিটিভিতে সেই দৃশ্য ধরা পড়েছে। তৃণমূল ছাত্র সংগঠনের নেতৃত্বের অভিযোগ, প্রাক্তন ও বহিরাগত ছাত্রদের একটি গোষ্ঠী বর্তমান তৃণমূল ছাত্রদের পরিষদের ওপর হামলা চালিয়েছে। যদিও প্রাক্তনীদের অভিযোগ, হামলা নয়, প্রতিরোধ গড়ে ছিলেন তাঁরা। তাঁদের ওপরেই প্রথম হামলা হয়। এই ঘটনায় শুভম লাহা, রাজ দাস নামে দুই ছাত্র গুরুতর ভাবে আহত হয়েছেন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনার প্রেক্ষিতে রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় কয়েকজন আটক করেছে পুলিশ। এই পরিস্থিতিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।