Asansol: দূষিত ছাই ফেলে জলাজমি ভরাটের অভিযোগ ECL-এর বিরুদ্ধে, এলাকাবাসীর বিক্ষোভে বন্ধ ভরাটের কাজ
Paschim Bardhaman: গোয়ালা সমাজের সভাপতি নয়ন গোপ অভিযোগ করেন, বেসরকারি কারখানা কর্তৃপক্ষ ও ইসিএল কর্তৃপক্ষের একাংশ সুপরিকল্পিতভাবে এই জলাভূমি বিষাক্ত ও দূষিত ছাই দিয়ে ভরাট করছে।

আসানসোল: জলাভূমি কারখানার দূষিত ছাই দিয়ে জলাজমি ভরাট করার অভিযোগ উঠল বেসরকারি কারখানা ও ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড কর্তৃপক্ষের বিরুদ্ধে। দূষিত ছাই ফেলে জলাভূমি ভরাটের বিরুদ্ধে যৌথ বিক্ষোভ দেখায় বাউরি সমাজ ও গোয়ালা সমাজের সদস্যরা। প্রচুর সংখ্যক স্থানীয় বাসিন্দারা জমায়েত করে ছাই ভরাটের কাজ বন্ধ করে দেয় মঙ্গলবার। রাস্তার ওপর সার সার দাঁড়িয়ে পড়ে ছাই বোঝাই ডাম্পার।
গোয়ালা সমাজের সভাপতি নয়ন গোপ অভিযোগ করেন, বেসরকারি কারখানা কর্তৃপক্ষ ও ইসিএল কর্তৃপক্ষের একাংশ সুপরিকল্পিতভাবে এই জলাভূমি বিষাক্ত ও দূষিত ছাই দিয়ে ভরাট করছে। যার ফলে একদিকে যেমন ঐতিহ্যবাহী সিঙ্গার নদী দূষিত হচ্ছে অপরদিকে এই দূষিত জল ব্যবহার করার ফলে স্থানীয়রাও নানা রকম রোগে ভুগছেন।
তাছাড়াও নয়ন গোপ অভিযোগ করেন, বেআইনিভাবে জলাভূমি ভরাট করার ফলে গবাদি পশু সহ স্থানীয় গ্রামবাসীদের জলসংকটে ভুগতে হবে। তাঁর অভিযোগ, পরিবেশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু অসাধু ব্যাক্তি সিঙ্গার নদীতে ছাই ফেলে গতিপথ পরিবর্তন করার চেষ্টা করছেন। এলাকার জলাভূমি গুলোকে ভরাট করে এলাকায় জল সংকট তৈরি করার চেষ্টা করছেন।
তবে গতকাল আন্দোলনের জেরে ছাই ভরাটের কাজ বন্ধ হয়ে যায়। এই বিষয় নিয়ে বেসরকারি কারখানা কর্তৃপক্ষ ও ইসিএল ম্যানেজমেন্ট কোনও প্রতিক্রিয়া দেয়নি। ইসিএল কুনুস্তরিয়া কর্তৃপক্ষের দাবি বিষয়টি জানা নেই। কোনও অভিযোগ আসেনি।





