আসানসোল: ভর সন্ধ্যায় ছাদে শুয়েছিলেন এক ব্যক্তি। বাড়িতে তখন ঘরের কাজে ব্যস্ত পরিবারের অন্যান্যরা। আচমকা ছাদ থেকে চিৎকার শুনে চমকে ওঠেন পরিবারের প্রত্যেকেই। পরে ছাদে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি। নিজের বাড়ির ছাদেই খুন হয়েছেন মনোজ পাত্র। তিনি সালানপুর থানার চিতলডাঙা গ্রামের গোয়ালা পাড়ার বাসিন্দা।
নিজের একতলা বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি। পরিবারের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মনোজ পাত্র বাড়ির ছাদে শুয়ে ছিলেন। হঠাৎ চিৎকারের আওয়াজ শুনতে পান তাঁর স্ত্রী মুনমুন এবং তাঁর সন্তান। তাঁরা চিৎকার করতে শুরু করলে প্রতিবেশীরাও ছুটে আসেন। পরে ছাদে গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থায় মনোজ পড়ে রয়েছেন। তাঁর গলায় ছুরির আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। সকালে ঘটনাস্থলে যান সালানপুর থানার ও রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়।
এই প্রসঙ্গে স্ত্রী মুনমুন পাত্র জানান সামডির নিরঞ্জন পাল ও কাঞ্চন পাল নামক দুই ব্যক্তির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন মনোজ। বৃহস্পতিবার তাঁদের সঙ্গেই ঝামেলা শুরু হয় মনোজের। তাঁরাই খুন করেছেন বলে অভিযোগ করেন স্ত্রী মুনমুন।
ঘটনাস্থল চিতলডাঙা গ্রামের পাশের একটি এলাকা থেকে দুটি পা ভাঙা অবস্থায় এক যুবককে দেখতে পান এলাকার মানুষজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মনোজ পাত্র খুনের সঙ্গে জড়িত থাকতে পারে এই অনুমান করে এলাকার মানুষ ওই যুবককে ঘিরে ধরে। পরে ঘটনাস্থলে যায় রূপনারায়ানপুরের ফাঁড়ির পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। ওই যুবকের নাম নিরঞ্জন পাল। তিনি সামডি গ্রামের বাসিন্দা। ওই যুবককে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন : Bagtui Massacre: ভাদু শেখ হত্যা মামলারও তদন্ত করতে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আরও পড়ুন : Kolkata Bike Accident: বাইক থেকে ছিটকে রেলিং টপকে নীচে পড়ে মৃত্যু আরোহীর, ফের মা ফ্লাইওভারে দুর্ঘটনা