
দুর্গাপুর: প্রশাসনিক আধিকারিকদের বড্ড যন্ত্রণা। কেন? শাসক হোক বা বিরোধী সকলেই প্রশাসনিক কর্তাদের সকলেই হুঁশিয়ারি দেন অপরপক্ষের হয়ে যাতে কাজ না করে। ঠিক যেমন বুধবার দুর্গাপুরে বিজেপির নয়া সভাপতি নিতিন নবীন স্পষ্টত বলে দিয়েছেন, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস আর কয়েকদিন। তাই তাঁদের হয়ে কাজ যেন না করা হয়। অপরদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছে একাধিকবার, বিডিও-এসডিও-রা যেন নিরপেক্ষ হয়ে কাজ করে। কারও প্ররোচনায় পা না দেয়।
নিতিন কী বলেছেন?
“DM-SDO-দের বলছি এটা চারদিনের সরকার। এদের কথায় নাচবেন না। কাঠের পুতুল হবেন না। আপনারা প্রশাসনের লোক, জনতার পাশে দাঁড়ান।” মূলত, আজ দুর্গাপুরে সভা ছিল বিজেপি-র সর্বভারতীয় সভাপতির। সেখান থেকেই এসআইআর ইস্যুতে তিনি বিঁধেছেন তৃণমূলকে। তাঁর অভিযোগ,তৃণমূল ইচ্ছাকৃত সমস্যা তৈরি করছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, “এসপি, ডিএম-দের কাঠের পুতুলের মতো নাচাচ্ছে রাজ্য সরকার। আর এখানকার মানুষদের খেলাচ্ছেন তিনি। আর বলছেন নির্বাচন কমিশন করছেন? কমিশন তো অনুপ্রবেশকারীদের তাড়াতে চাইছে। এই বাংলায় জন্ম যাঁদের তাঁরাই থাকবেন এখানে।” সেই কথা বলতে গিয়েই নিতিন প্রশাসনিক আধিকারিকদের পরামর্শ দিয়েছেন যাতে তারা কাঠের পুতুল না হয়।
এখানে উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিএম, এসপি, বিডিওদের বার্তা দিয়ে বলেছিলেন, “ভয় পাওয়ার কোনও কারণ নেই, আমি আছি। আপনারা ভয় পাবেন না, কিচ্ছু ভাববেন না, আপনাদের কাজ করে যান। সরকার পাশে আছে।” কখনও আবার তিনি এই আধিকারিকদের সতর্কও করেছেন।