মেদিনীপুর: রাস্তা তৈরি হচ্ছে তো হচ্ছেই। ঠিকাদার-শ্রমিকদের কাজ চলছে তো চলছেই। ধূলো-বালির ঝড়ে অন্ধকার চর্তুদিক। এসব তো রয়েছেই। কিন্তু তার থেকেই বড় বিষয়, এই রাস্তা নির্মাণের জেরে বেজায় সমস্যায় পড়েছেন বাস চালকরা। কারণ রাস্তায় টোটো অটো-র ঠাসাঠাসি ভিড়। সঙ্গে সাইকেল তো রয়েছেই। বাস চালাতেই সমস্যায় পড়ছেন চালকরা। যাত্রীদেরই কটূ কথা শুনতে হচ্ছে। আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস ব্যবসায়ীদেরও। এবার বাস পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিল ঘাটালের বাস মালিক সংগঠন।
২০২১ সালের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণ শুরু হয়েছে। প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলছে বছরের পর বছর ধরে। ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ধীর গতিতে রাস্তা সম্প্রসারণের অভিযোগ উঠেছে একাধিকবার। ঘাটাল শহর থেকে দাসপুর পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা নিত্যদিন যানজটে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠিকাদারি সংস্থাকে দ্রুত সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারই মাঝে নিত্যদিন রাজ্য সড়ক সম্প্রসারণের কাজের জেরে যানজটে চরম ভোগান্তিতে পড়ছেন নিত্যযাত্রী থেকে ব্যবসায়ীরা। রাজ্য সড়কে পুলিশি নজরদারির দাবি তুলেছেন বাস ব্যবসায়ী সমিতি। বাস ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য প্রভাত পান জানিয়েছেন, দাবি মেনে যদি পুলিশের নজরদারি না বাড়ানো হয় তাহলে বাস পরিষেবা বন্ধ রাখবেন। এক জন বাস চালক বলেন, “বাস চালাতেই তো সমস্যা হচ্ছে। চাকা গড়াচ্ছে কই। যাত্রীরাও মাঝেমধ্যে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এভাবে চলতে থাকায় যাত্রীও কমেছে। রাস্তার কাজ তো এভাবে বছরের পর বছর চলতে পারে না।” এখন দেখার রাজ্য সড়কে যানজট মুক্ত করতে প্রশাসন কী ব্যবস্থা নেয়।