Cattle Smuggling Case: গরু পাচার মামলায় অনুব্রতর দেহরক্ষীকে আদালতে পেশ
Cattle Smuggling Case: মঙ্গলবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে আদালতে সায়গলের সম্পত্তি হিসাবে একটি পেট্রোল পাম্পের নথি জমা দেওয়া হয়েছিল।
আসানসোল: বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আদালতে পেশ করা হল। শুক্রবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে আনা হয় সায়গল হোসেনকে। এর আগে গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের জামিন নাকচ হয়েছিল। গত মঙ্গলবারের শুনানিতে জামিন নাকচ করে দেয় আদালত। ওইদিন স্পেশাল আবেদনের ভিত্তিতে সায়গলকে ছাড়াই দুই পক্ষের আইনজীবী নিজেদের বক্তব্য ও নথি বিচারকের কাছে পেশ করেছিলেন। তারপর জামিনের আবেদন নাকচ হয়ে যায় সায়গলের।
মঙ্গলবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে আদালতে সায়গলের সম্পত্তি হিসাবে একটি পেট্রোল পাম্পের নথি জমা দেওয়া হয়েছিল। একইসঙ্গে ওইদিন আসানসোল সিবিআই আদালতে সায়গলের সার্ভিস বুক জমা করা হয়।
গত ৮ জুলাই সায়গলকে সিবিআই আদালতে পেশ করা হয়। সেদিনই বিচারক তাঁর জামিন নাকচ করে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়ে পরবর্তী শুনানির দিন ২২ জুলাই হবে বলে জানিয়েছিলেন। সিবিআই সূত্রে খবর, ৪৫ টি জমির ডিড বা দলিল আগেই জমা দেওয়া হয়েছিল। জমিগুলি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ও তাঁর স্ত্রী-মেয়ের নামে রয়েছে বলে খবর। সিবিআইয়ের দাবি, এই জমিগুলি কেনা হয়েছে ২০১৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে।
সায়গল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেছেন, “গরু পাচার একটি স্মাগলিং কেস। এই কেসে এখনও পর্যন্ত কোনও স্মাগলার গ্রেফতার হননি। কেন্দ্র সরকারের কোনও কাস্টম অফিসার গ্রেফতার হননি। কোনও বিএসএফ অফিসার গ্রেফতার হননি। কেন্দ্রের এই এজেন্সি রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে।”