আসানসোল : অনুব্রত মণ্ডলের আইনজীবীর কোনও যুক্তিই ধোপে টিকল না। বুধবার ফের অনুব্রতর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী। এ দিন ফের একবার অনুব্রতকে প্রভাবশালী বলে উল্লেখ করা হয়েছে সিবিআই-এর তরফে। অন্যদিকে তৃণমূল নেতার অসুস্থতার কথা উল্লেখ করেন অনুব্রতর আইনজীবী ফারুক রেজ্জাক।
অনুব্রত আইনজীবী ফারুক রেজ্জাক দাবি করেছেন, বিআই এর তরফ থেকে অনেক কিছু বাজেয়াপ্ত করা হয়েছে। অনুব্রত যে সরাসরি গরু পাচারের সঙ্গে যুক্ত আছেন, এমন প্রমাণ নেই বলে জানিয়েছেন তিনি। যা কিছু বাজেয়াপ্ত করা হয়েছে, চার সঙ্গে অনুব্রতর সরাসরি কোনও যোগ থাকার প্রমাণ নেই বলেই দাবি আইনজীবীর।
অনুব্রতর আইনজীবী আরও দাবি করেন, সীমান্তরক্ষী বাহিনীর কাছে গরু পাচারের কোনও প্রমাণ নেই। অনুব্রত মণ্ডলের হয়ে টাকা তুলতেন তাঁর দেহরক্ষী সায়গল হোসেন, এমন অভিযোগ আগেই সামনে এনেছে সিবিআই। তেমন প্রমাণ নেই বলেও দাবি আইনজীবীর। পাশাপাশি অনুব্রত অসুস্থ বলেও এ দিন সওয়াল করেছেন তিনি।
অনুব্রত আইনজীবী আরও উল্লেখ করেন, আজ পর্যন্ত পাচারের সঙ্গে যুক্ত আছেন, এমন কোনও তথ্য দিতে পারেনি সিবিআই। প্রথম দুটি সাপ্লিমেন্টরি চার্জশিটে কোথাও অনুব্রতর নাম নেই বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও প্রশ্ন তুলেছেন, এই পাচারের সঙ্গে শুল্ক বিভাগের এবং বিএসএফে যোগ আছে বলে দাবি করা হলেও সতীশ কুমার ছাড়া এখনও পর্যন্ত কোনও কাউকে কেন ডাকা হল না? একই সঙ্গে অনুব্রতর তরফে উল্লেখ করা হয়েছে, এনামুলের সঙ্গে সরাসরি কোনও আর্থিক লেনদেনের তথ্য দিতে পারছে না সিবিআই। এনামুলকে নিরাপত্তা দেওয়ার জন্য টাকা নেওয়া হত, এমন কী প্রমাণ আছে? সেটাও জানতে চান আইনজীবী। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য থেকে কোনও কিছু প্রমাণ হয় না বলে দাবি করেছেন তিনি। প্রভাবশালী তত্ত্বেরও বিরোধিতা করা হয়েছে এ দিন।
সিবিআই এত দিন ধরে কোথায় কোথায় তল্লাশি অভিযান চালিয়েছে, কী কী তথ্য প্রমাণ মিলেছে সেই সংক্রান্ত বেশ কিছু নথি তুলে এ দিন বিচারকের কাছে তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও এ দিন তুলে দিয়েছে সিবিআই। সিবিআই-র তরফে এ দিন সওয়াল করেন আইনজীবী কালীচরণ মিশ্র।
সিবিআই-এর আইনজীবী এ দিন শুরুতেই বলেন, গোটা বিষয়টা একটা ষড়যন্ত্র।
এটা একটা চক্র। বীরভূমের বিভিন্ন হাট থেকে পশু কেনা হত। এরপরেই বিচারক জানতে চান, ষড়যন্ত্রের ব্যাপকতা কতটা? বিচারক এ দিন সিবিআই-এর আইনজীবীকে প্রশ্ন করেন, হাট থেকে পশু নিয়ে আন্তর্জাতিক সীমান্ত পার করা হয়েছে বলছেন, কিন্তু এর মধ্যে অনুব্রতর যোগ কোথায়? সিবিআই-এর আইনজীবী জানান, সরাসরি অনুব্রতর সঙ্গে এনামুলের যোগ রয়েছে।
সিবিআই-এর দাবি, রাজ্যের মধ্যে এক জায়গায় থেকে গরু অন্যত্র নিয়ে যাওয়া অপরাধ নয়। অবৈধ ভাবে সীমান্ত পার করাটা অপরাধ। এ ক্ষেত্রে সেটাই হয়েছে। আর সেই কাজের জন্য কাস্টমসের অফিসারদের নানা ভাবে ভয় দেখানো হয়েছিল।
তদন্তকারী সংস্থা আরও উল্লেখ করেছে, তদন্তে অনেকে নতুন তথ্য উঠে এসেছে। অনুব্রত খুবই প্রভাবশালী বলে দাবি করা হয়েছে। আরও বলা হয়েছে, অনুব্রত বিশেষ সহযোগিতা করেছেন না। তদন্তের এই পর্যায়ের জামিন দেওয়া হলে গতিপ্রকৃতি ক্ষতিগ্রস্ত হবে।
অনুব্রতর আইনজীবী এরপর জামিনের আবেদন করেন। অসুস্থতার কথা উল্লেখ করে জামিনের আবেদন জানান। পাশাপাশি বলেন, তদন্তে সবরকম ভাবে সহযোগিতা করতে প্রস্তুত অনুব্রত, যে কোনও শর্তে জামিন দেওয়া হোক।