Clash near Jharkhand: পুলিশের গাড়িতেই ভাঙচুর! ঝাড়খণ্ড সীমান্তে আহত হলেন পুলিশকর্মীও

Clash near Jharkhand: বেশ কিছু মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে। কয়েকজন পুলিশ কর্মীও আহত হন বলে খবর।

Clash near Jharkhand: পুলিশের গাড়িতেই ভাঙচুর! ঝাড়খণ্ড সীমান্তে আহত হলেন পুলিশকর্মীও
ঘটনাস্থলে পুলিশ বাহিনী
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2023 | 12:47 AM

আসানসোল: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ঝাড়খণ্ড সীমানার ডুবুডি চেকপোস্টে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। আহতও হয়েছেন কয়েকজন পুলিশ কর্মী। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, আসানসোলের কাছে।  উত্তেজিত জনতা এদিন ভাঙচুরও চালায় বলে অভিযোগ। ২ নম্বর জাতীয় সড়কের ওপর পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়া হয়। নাকা চেকিং-এর অফিসের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের জিপ ভাঙচুর করা হয়েছে।

বেশ কিছু মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে। কয়েকজন পুলিশ কর্মীও আহত হন বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী ও কমব্যাট ফোর্স। পুলিশ আসতেই পালিয়ে যান বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ঘটনার পর ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। রয়েছেন দুর্গাপুর পুলিশের ডিসি ওয়েস্ট অভিষেক মোদী, কুলটি এসিপি সুকান্ত বন্দ্যোপাধ্যায় সহ চৌরাঙ্গি ও কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ ও কুলটি থানার পুলিশ।