Dilip Ghosh: বুধে রাজ্য সভাপতি শমীক, বৃহস্পতিতে ডুগডুগি হাতে হাঁটলেন দিলীপ

Dilip Ghosh: বুধবার তাঁর দল পেয়েছে নতুন রাজ্য সভাপতি। রাজ্য়সভার সাংসদ শমীক ভট্টাচার্যের উপর আগামী তিন বছর এ রাজ্যের দলের দায়িত্ব। একসময় দিলীপও এ এই পদের দায়িত্ব সামলেছেন।

Dilip Ghosh: বুধে রাজ্য সভাপতি শমীক, বৃহস্পতিতে ডুগডুগি হাতে হাঁটলেন দিলীপ
ডুগডুগি বাজালেন দিলীপImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 03, 2025 | 8:58 AM

দুর্গাপুর: প্রাতঃভ্রমণে প্রতিদিন বের হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। তবে আজ বিজেপি নেতাকে দেখা গেল খানিক অন্য মেজাজে। ডুগডুগি বাজাতে-বাজাতে হাঁটলেন তিনি। হঠাৎ হাতে ডুগডুগি কেন? কোনও কি বিশেষ বার্তা দিতে চাইলেন কাউকে?

বুধবার তাঁর দল পেয়েছে নতুন রাজ্য সভাপতি। রাজ্য়সভার সাংসদ শমীক ভট্টাচার্যের উপর আগামী তিন বছর এ রাজ্যের বিজেপি-র দায়িত্ব। একসময় দিলীপও এই পদের দায়িত্ব সামলেছেন। শুধু সামলানি, বলা ভাল এ রাজ্যে তাঁর সময়ে বিজেপি-র আসন সংখ্যাও বেশি ছিল। তবে গত লোকসভা নির্বাচনে হারের পর থেকে ধীরে ধীরে দলের সঙ্গে তাঁর দূরত্ব যেন বেড়েছে। না তাঁকে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীর কর্মসূচি, না থাকেন এ রাজ্যে হয়ে যাওয়া অমিত শাহের মিটিংয়ে। এখন আপাতত দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে খানিক দূরেই রয়েছেন সদ্য বিবাহিত এই বিজেপি নেতা। বুধে যখন রাজ্য সভাপতি পদে নতুন কে বসবেন সেই নিয়ে বিস্তর আলোচনা চলছে, তখন দিলীপ আবার রাজ্য সভাপতি হবেন কি না তা নিয়েও কেউ কেউ জল্পনা করেছিলেন। পরবর্তীতে পরিষ্কার হয় সবটা। এবারও প্রাক্তন এই সাংসদ পাননি দায়িত্ব।

এ দিন দিলীপ দুর্গাপুরের রাস্তায় প্রথমে মিষ্টি খেলেন। তারপর ডুগডুগি বাজাতে-বাজাতে ঘুরতে দেখা গেল তাঁকে। সাংবাদিকরা প্রশ্ন করতেই বললেন, “বর্তমান পরিস্থিতির নিয়ে সবাইকে জাগাচ্ছি।” তবে কোন পরিস্থিতি, হঠাৎ করে আজই বা কেন মানুষকে ডুগডুগি হাতে নিয়ে জাগানোর প্রয়োজন হল তার স্পষ্ট করে তিনি কিছু বলেননি। বিজেপি নেতা বলেন, “শ্রাবণ মাস পড়েছে। প্রভু মহাদেব ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে। তাঁর হাতে ডমরু থাকে সবাইকে জাগানোর জন্য। আমরাও বর্তমান পরিস্থিতির জন্য সবাই জাগাচ্ছি। আসুন লড়াই করুন। তাই ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাতে।”