Durgapur: স্ত্রীর ঘরে অন্য পুরুষকে দেখে ফেলেন স্বামী, অতঃপর তুলকালামকাণ্ড! পুলিশের জালে ১৭
Durgapur: মৃত যুবকের সঙ্গে পাশের পাড়ার এক বিবাহিত মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। রাতে যুবক ওই মহিলার বাড়ি যায়। মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে।

দুর্গাপুর: পাণ্ডবেশ্বরের কুমারডিহিতে যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা, ঘটনায় পুলিশের উপরে হামলায় ধৃত দম্পতি-সহ ১৭ জন। অন্যের বাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের কুমারডিহিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের ডিসি-সহ চার পুলিশ কর্মী ইটের ঘায়ে জখম হন। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামলায়। সেই ঘটনায় এক দম্পতি সহ মোট ১৭জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের সঙ্গে পাশের পাড়ার এক বিবাহিত মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। রাতে যুবক ওই মহিলার বাড়ি যায়। মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তা নিয়েই উত্তেজনা ছড়ায়।
পাণ্ডবেশ্বর থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। শ’খানেক গ্রামবাসী পথ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের মাঝে থেকেই ইট ছোড়া হয়। ইটের আঘাতে কপাল ফেটে যায় এক পুলিশকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। সেই ঘটনায় মহিলা, তাঁর স্বামী ও আরও ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ।





