Durgapur: পাঁচ লক্ষেরও বেশি টাকার লোহার পাচার রুখল পুলিশ, নেপথ্যে আন্তঃরাজ্য পাচারচক্র?
Durgapur: প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি মূল্যের চোরাই লোহা পাচার হচ্ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের একটি বন্ধ ইস্পাত কারখানা থেকে চুরি যাওয়া সেই লোহা পাচার করা হচ্ছিল।
দুর্গাপুর: বেআইনিভাবে লোহা পাচারের অভিযোগ। বাজেয়াপ্ত করল পুলিশ। মঙ্গলবার রাতে দুর্গাপুরের আইটিআই মোড়ের কাছে একটি লোহা বোঝাই বোলোরো পিকআপ ভ্যান আটক করে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ । ওই গাড়ি থেকে কয়েক টন লোহার অ্যাঙ্গেল বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তে জানা গিয়েছে, প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি মূল্যের চোরাই লোহা পাচার হচ্ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের একটি বন্ধ ইস্পাত কারখানা থেকে চুরি যাওয়া সেই লোহা পাচার করা হচ্ছিল। এর সঙ্গে আন্তঃরাজ্য কোনও পাচার চক্র জড়িয়ে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মঙ্গলবার রাচে পুলিশ মুচিপাড়ার কাছে গোপন সূত্রে খবর পেয়ে ওঁত পেয়ে বসে থাকে। একটি সন্দেহজনক পিক আপ ভ্যান আটক করে। তাতে দুজন ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কথায় অসঙ্গতি থাকায় সাগর আকুড়ে ও মহম্মদ রাজা খান নামে দুই জনকে আটক করে। ধৃতরা পুলিশি জেরায় স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে এই কাজ করছে। দুর্গাপুরের সগড়ভাঙ্গা এলাকায় কুসুমতলায় থাকত তারা। বুধবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।