Durgapur Suicide: পালিয়ে গিয়ে বিয়ে করতে চাননি প্রেমিকা, লিখে রেখে নিজেকে শেষ করলেন যুবক

Durgapur Suicide: পরিবারের সদস্যরা জানাচ্ছেন, প্রতিদিন ভোরেই উঠে পড়তেন মিলন। বুধবার সকালে অনেকটা হয়ে যাওয়ার পরও না ওঠার পরিবারের সদস্যরা তাঁর ঘরে ডাকতে যান। কিন্তু সাড়া না দেওয়ায় সন্দেহ হয়

Durgapur Suicide: পালিয়ে গিয়ে বিয়ে করতে চাননি প্রেমিকা, লিখে রেখে নিজেকে শেষ করলেন যুবক
দুর্গাপুরে আত্মঘাতী যুবকImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 1:57 PM

দুর্গাপুর:  সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু সেই সম্পর্ক মেনে নিতে চাননি প্রেমিকার বাবা-মা। মেয়ের বিয়ে অন্যত্র ঠিক করছিলেন। পালিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিলেন যুবক। প্রেমিকা তাতেও রাজি হননি। আর তার জেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এই যুবক। দুর্গাপুরের  বিদবিহারের বেতা এলাকায় মর্মান্তিক ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম মিলন ডোম (২৫)। দুর্গাপুরের একটি বেসরকারি কারখানায় ঠিকা শ্রমিক ছিলেন তিনি।

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, প্রতিদিন ভোরেই উঠে পড়তেন মিলন। বুধবার সকালে অনেকটা হয়ে যাওয়ার পরও না ওঠার পরিবারের সদস্যরা তাঁর ঘরে ডাকতে যান। কিন্তু সাড়া না দেওয়ায় সন্দেহ হয়। প্রতিবেশীরা এসে দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলেন। দেখেন ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছিলেন মিলন।

খাটের ওপর তখনও উড়ছিল একটা চিঠি। সুইসাইড নোটে লেখা, ‘আমি যাকে ভালবাসতাম তাকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু প্রেমিকার মা এবং বাবা বিয়েতে আপত্তি করে। পালিয়ে বিয়ে করতেও নারাজ হয় প্রেমিকা। আর সেই কষ্টেই আত্মহত্যার পথ বেছে নিয়েছি।’

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে থানার পুলিশ। এই মৃত্যুকে ঘিরে শোকস্তব্ধ গোটা এলাকা।