Durgapur: ইস্পাতপল্লিতে শুরু ‘দুয়ারে সরকারে’র পাল্টা ‘বিকশিত প্রকল্প’

Durgapur: শুধু ক্যাম্পের মাধ্যমেই নয় ভ্রাম্যমান গাড়ি ও পৌঁছে যাবে প্রান্তিক এলাকায়। লক্ষ্য একটাই কেন্দ্রীয় প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। তাঁর হুঁশিয়ারি, "যদি তৃণমূলের কর্মীরা বাধা দেয় তাহলে বুঝতে পারবেন ওঁরাও।" 

Durgapur: ইস্পাতপল্লিতে শুরু 'দুয়ারে সরকারে'র পাল্টা 'বিকশিত প্রকল্প'
ইপ্সাতনগরীতে বিকশিত ভারতে প্রচারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2024 | 5:18 PM

দুর্গাপুর: ‘দুয়ারে সরকারে’র পাল্টা ‘বিকশিত ভারত’। লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের নয়া কেন্দ্রীয় কর্মসূচির সূচনা দুর্গাপুরে। সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দিতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হল ‘বিকশিত ভারত’ ক্যাম্প। রাজ্যে প্রথম দুর্গাপুর নগর নিগমের চার নম্বর ওয়ার্ডের ইস্পাতপল্লিতে এই প্রকল্পের সূচনা করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

সাংসদ বলেন, “এই ক্যাম্পে উজ্জলা যোজনা, মুদ্রা লোন, প্রধানমন্ত্রী জীবন বিমা যোজনা, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের আবেদন গ্রহণ করা হচ্ছে। ক্যাম্প থেকে আবেদনকারীরা পাচ্ছেন ঋণও।”

শুধু ক্যাম্পের মাধ্যমেই নয় ভ্রাম্যমান গাড়ি ও পৌঁছে যাবে প্রান্তিক এলাকায়। লক্ষ্য একটাই কেন্দ্রীয় প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। তাঁর হুঁশিয়ারি, “যদি তৃণমূলের কর্মীরা বাধা দেয় তাহলে বুঝতে পারবেন ওঁরাও।”

তবে তৃণমূলের বক্তব্য, “দুয়ারে সরকার প্রকল্পকে কপি করে নতুন নাম দিয়ে লোকসভা নির্বাচনের প্রাক্কালে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে বিজেপি।  জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “একশো দিনের কাজের টাকা মানুষ না পেলে ‘বিকশিত ভারত’ প্রকল্পের কর্মীদের ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখানো হবে।” তবে ক্যাম্পে আসা উপভোক্তারা এই উদ্যোগে খুশি বলে জানিয়েছেন।